সংবাদ শিরোনাম ::
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ রোগী

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯ ২২ বার পড়া হয়েছে
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ রোগী। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩৪৫ জন ও ঢাকা বিভাগসহ অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৭৫ জন নতুন রোগী ভর্তি হন। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৪৪ জন এবং ঢাকার বাইরে ৪৩৯ জনসহ নতুন মোট ভর্তি রোগীর সংখ্যা ছিল ৭৮৩ জন। এ হিসাবে গত ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালে ৩৭ জন বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।