সিদ্ধিরগঞ্জের লক্ষীনারায়ণ স্কুল অভিভাবক প্রতিন‌িধি নির্বাচনের ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিব‌েদক : সিদ্ধিরগঞ্জের লক্ষীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধির নির্বাচনের ফলাফল প্রকাশ করা হ‌য়ে‌ছে।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে ভোট গ্রহন চ‌লে। প‌রে রা‌তে ভোট গনণা শে‌ষে প্রিজাইডিং অফিসার প্রদীপ চন্দ্র রায় ফলাফল প্রকাশ ক‌রেন ।
প্রিজাই‌ডিং অ‌ফিসা‌রের দেওয়া তথ্য ম‌তে, এবারের নির্বাচনে পুরুষদের মধ্যে ০৪টি পদের জন্য মোট ০৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জাকির হোসেন (ব্যালট নং ০৬) ৭৬৬ ভোট পেয়ে ১ম, মনির হোসেন (ব্যালট নং ০৭) ৬২৯ ভোট পেয়ে ২য়, জসিম উদ্দিন (ব্যালট নং ০৫) ৫৭৭ ভোট পেয়ে ৩য় এবং আঃ মোতালেব (ব্যালট নং ০২) ৫৫১ ভোট পেয়ে ৪র্থ স্থানে নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থীদের মধ্যে আলী আহাম্মদ মোল্লা (ব্যালট নং ০৩) পেয়েছেন ৫১৮ ভোট, আবুল হোসেন (ব্যালট নং ০১) পেয়েছেন ৫০১ ভোট, এবং গিয়াসউদ্দিন প্রধান (ব্যালট নং ০৪) পেয়েছেন ৪৭৯ ভোট। এছাড়াও কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মিনারা বেগম।
 
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬৭৩জন। এর মধ্যে গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহন অনুষ্ঠানে মোট ১৩০৮জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ (নির্ভুল) ভোটের সংখ্যা ১২৭৮টি এবং ভোট বাতিল হয় ৩০টি। মোট ৩৬৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকেন।  

Leave A Reply

Your email address will not be published.

Title