সোনারগাঁওয়ে কনকা টিভি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ত
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / 59
সোনারগাঁওয়ে কনকা ইলেকট্রনিক্স কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুরান ত্রিবর্দী এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সাড়ে ৩টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে।
কারখানার শ্রমিকরা জানান, সকালে কাজে যোগ দেয়ার পরই হঠাৎ করে আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানাতে পারেনি ফায়ার সর্ভিস বা কারখানা কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, প্রতিষ্ঠানটির প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে বেগ পেতে হয়েছে। এ পর্যন্ত ২জন ব্যক্তি আহত হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এরমধ্যে একজন নিজেকে বাঁচাতে কারখানার তিন তলা থেকে লাফ দিয়ে আহত হয়েছেন। অপরজনকে কারখানার ভেতর থেকে বের করে হাসপাতালে নেয়া হয়েছে।


























