ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুজিব কোর্ট গায়ে ফ্লাইট থেকে নামলেন নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
  • / 69

বেলা ১১টা বাজার তখনও কিছুটা সময় বাকি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছুক্ষণ আগেই অবতরণ করেছে। তখনও মোদি ফ্লাইট থেকে নামেননি। তাকে স্বাগত ও অভ্যর্থনা জানাতে সকাল ১০টা ৫৭ মিনিটে ফ্লাইটের খুব কাছাকাছি আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১০টা ৫৯ মিনিটে ফ্লাইট থেকে নেমে আসেন সাদা পাঞ্জাবি ও পায়জামার ওপর মুজিব কোট পরিহিত নরেন্দ্র মোদি। শেষ সিঁড়ির সামনে এসে থমকে দাঁড়ালেন, পকেট থেকে বের করে মুখে মাস্ক পরলেন। এবার হাসিমুখে এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে।

এ সময় প্রধানমন্ত্রী তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। দুই দেশের প্রধানমন্ত্রী লালগালিচা পেরিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে ওঠেন। এখানে প্রথমে ভারতের জাতীয় সঙ্গীত এবং পরপরই বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

এরপর মোদিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বেজে ওঠে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ সঙ্গীতটি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সাভার স্মৃতিসৌধের দিকে রওনা হন।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুজিব কোর্ট গায়ে ফ্লাইট থেকে নামলেন নরেন্দ্র মোদি

আপডেট সময় : ০৮:০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১

বেলা ১১টা বাজার তখনও কিছুটা সময় বাকি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছুক্ষণ আগেই অবতরণ করেছে। তখনও মোদি ফ্লাইট থেকে নামেননি। তাকে স্বাগত ও অভ্যর্থনা জানাতে সকাল ১০টা ৫৭ মিনিটে ফ্লাইটের খুব কাছাকাছি আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১০টা ৫৯ মিনিটে ফ্লাইট থেকে নেমে আসেন সাদা পাঞ্জাবি ও পায়জামার ওপর মুজিব কোট পরিহিত নরেন্দ্র মোদি। শেষ সিঁড়ির সামনে এসে থমকে দাঁড়ালেন, পকেট থেকে বের করে মুখে মাস্ক পরলেন। এবার হাসিমুখে এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে।

এ সময় প্রধানমন্ত্রী তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। দুই দেশের প্রধানমন্ত্রী লালগালিচা পেরিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে ওঠেন। এখানে প্রথমে ভারতের জাতীয় সঙ্গীত এবং পরপরই বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

এরপর মোদিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বেজে ওঠে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ সঙ্গীতটি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সাভার স্মৃতিসৌধের দিকে রওনা হন।