পটুয়াখালীতে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি

শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি

জেলা প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য জাফর মেম্বারের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদল জাফর মেম্বারকে পিটিয়ে আহত ও তার পরিবারের সদস্যকে জিম্মি করে। এসময় তারা ৮ বছরের শিশুর গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ডাকাতি করেছে বলে জানা গেছে।

শনিবার (৩ মে) রাত ২টার সময় উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাফর মেম্বার জানান, শনিবার রাত আনুমানিক ২টার দিকে ৭/৮ জনের ডাকাতদল বাসার দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে তাকে ও তার পরিবারের সদস্যকে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে ফেলে। এসময় তার শিশুর গলায় অস্ত্র ধরে ও ঘরের আলমারী ভেঙে নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন লুট করে।

তিনি আরো বলেন, ডাকাতরা মুখে কাপড় বাঁধা অবস্থায় ছিল।

তাই কাউকে চিনতে পারেননি তিনি।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার বলেন, ‘আমরা সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

Leave A Reply

Your email address will not be published.

Title