শিল্পী সমিতি ঘিরে কোটি টাকার খেলা হয়েছে: ওমর সানী

অনলাইন ডেস্ক : শিল্পী সমিতি ঘিরে কোটি টাকার খেলা হয়েছে: ওমর সানী
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন এক গুচ্ছ সিনেমা। শাবনূর, মৌসুমী, পুর্ণিমার সঙ্গে জুটির বেঁধে অভিনয় করেছেন অভিনেতা। বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে। তবে সামাজিক মাধ্যমে বেশ সরব অভিনেতা।
সম্প্রতি অভিনেতা অমিত হাসানের এক পোস্টে ওমর সানী মন্তব্য করেন আমাদের একরকম মেরে ফেলা হয়েছে। অভিনেতার ওই মন্তব্য ঝড় তুলেছে নেটদুনিয়ায়।
গতকাল সোমবার (১২ মে) ঢালিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অমিত হাসান ফেসবুকে লেখেন, ‘শিল্পী সমিতি আছে, কিন্তু শিল্পী নাই..।’ওই পোস্টের মন্তব্যের ঘরে সমর্থন জানিয়ে ওমর সানী লেখেন, ‘একদম সত্যি, ভালো বলেছিস।’
অভিনেতা বলেন, ‘শিল্পী সমিতির এমন দুরবস্থা কোনো দিন কল্পনাও করিনি। জায়েদ খান সমিতিতে এসে যা ইচ্ছা তা–ই করেছে। নিপুণ জোর করে দায়িত্ব পালন করেছে। শিল্পী সমিতি ঘিরে কোটি টাকার খেলা হয়েছে। সঙ্গে ছিল নানা রকম নোংরামি।’
তিনি যোগ করেন, ‘এসব দেখে আমাদের মতো শিল্পীদের লজ্জায় মুখ লুকাতে হয়েছে। বলতে পারেন, শিল্পী হিসেবে আমাদের একরকম মেরে ফেলা হয়েছে।’
একসময়ের তারকাবহুল শিল্পী সমিতি আজ অনেকটাই ফাঁকা বলে মনে করেন তিনি। অভিনেতা বলেন, ‘কিংবদন্তি রাজ্জাক আঙ্কেল, কবরী আপা, হুমায়ুন ফরিদী, ফারুক ভাইয়ের মতো মানুষেরা এখন আর নেই। আলমগীর, রুবেল, রোজিনা, আমিন খান, বাপ্পারাজ—কেউ সিনেমায় নেই। জুনিয়ররাও কাজ পাচ্ছেন না। সিনিয়র শিল্পীরা অবহেলিত।’
তিনি শিল্পী সমিতির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না, এমনটাই জানালেন। অভিনেতার ভাষ্য, ‘আমি চাই, সমিতি থেকে আমার সদস্যপদ বাতিল করে দেওয়া হোক। নির্বাচনের সময় আমাকে ও মৌসুমীকে ঘিরে নানা প্রশ্ন ওঠে, যা খুবই বিব্রতকর।’
সবশেষে তিনি বলেন, ‘আমরা মরে গেলে সব শেষ। তখন শিল্পী সমিতি শুরু হবে ডি গ্রেড শিল্পী দিয়ে, আগে যেটা ছিল এ প্লাস ক্যাটাগরির।’ এতো কিছুর মধ্যে ভালো গল্প পেলে অভিনয় করে যেতে চান ওমর সানী। ভালো কাজের জন্য এখনও মুখিয়ে থাকেন তিনি।
Leave A Reply

Your email address will not be published.

Title