ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতায় নাকাল শতাধিক পরিবার সদরপুর মেধাবী শিক্ষার্থী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার বাংলাদেশ ও পাকিস্তানের ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব সরকারের মধ্যেই আরেকটা সরকার আছে : কাদের জুলাই বিপ্লবে চিকিৎসকদের ভূমিকা: অধ্যাপক ইউনূসের প্রশংসা টঙ্গীতে ম্যানহোলে নারী নিখোঁজ: উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস আবু সাঈদ হত্যা মামলা: ট্রাইব্যুনালে ১৭ আসামি হাজির সদরপুর মহিলা কলেজ ডিগ্রী শাখা এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন কলাবাগানে ছয়তলা থেকে পড়ে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

বাংলাদেশি বোলারদের হতাশ করে লাঞ্চে শ্রীলঙ্কা25

বাংলাদেশি বোলারদের হতাশ করে লাঞ্চে শ্রীলঙ্কা25

মো হামিদুল হক মিশু
  • আপডেট সময় : ০২:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ গল টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোপুরি নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। দিনের শুরুতেই মাত্র ২৭ রান যোগ করে ২৪৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এরপর ব্যাট হাতে দারুণ শুরু করেন দুই শ্রীলঙ্কান ওপেনার পাতুম নিশাঙ্কা ও লাহিরু উদারা।

মাত্র ২১ ওভারেই বিনা উইকেটে ৮৩ রান তুলে ফেলে লঙ্কানরা।

তাতে প্রথম সেশন শেষে পরিষ্কারভাবে চালকের আসনে সফরকারীরা।
বাংলাদেশ দিন শুরু করেছিল ৮ উইকেটে ২২০ রান নিয়ে। তবে আগের দিন শেষদিকে একটু প্রতিরোধ গড়লেও তা বেশিক্ষণ টেকেনি। অভিষিক্ত স্পিনার সোনাল দিনুশার ঘূর্ণিতে শেষ উইকেট হারিয়ে থামে ইনিংস।

মিডউইকেটে দিনেশ চান্ডিমালের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তাইজুল ইসলাম (৩৩)। বাংলাদেশের সর্বোচ্চ রান ওপেনার সাদমান ইসলামের ৪৬, তবে কেউই ফিফটি ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ৭৯.৩ ওভারে অলআউট ২৪৭ রানে।
শ্রীলঙ্কার হয়ে মাত্র ২২ রানে ৩ উইকেট নেন দিনুশা, আসিতা ফার্নান্ডোও পান ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে যেন ওয়ানডে মেজাজেই শুরু করেন পাতুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। ইনিংসের প্রথম বলেই চার মেরে জানান দেন আক্রমণাত্মক মনোভাবের। প্রথম ৯ ওভারে তারা তুলে ফেলেন ৯টি চারসহ ৫৪ রান—ওভারপ্রতি রানরেট প্রায় ৬।

২১তম ওভারে গিয়ে দলীয় স্কোর ৮৩ ছাড়ায়। নিশাঙ্কা ৬৪ বলে ৪২ এবং উদারা ৬২ বলে ৪০ রান করে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যায়।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশি বোলারদের হতাশ করে লাঞ্চে শ্রীলঙ্কা25

বাংলাদেশি বোলারদের হতাশ করে লাঞ্চে শ্রীলঙ্কা25

আপডেট সময় : ০২:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

ক্রীড়া ডেস্কঃ গল টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোপুরি নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। দিনের শুরুতেই মাত্র ২৭ রান যোগ করে ২৪৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এরপর ব্যাট হাতে দারুণ শুরু করেন দুই শ্রীলঙ্কান ওপেনার পাতুম নিশাঙ্কা ও লাহিরু উদারা।

মাত্র ২১ ওভারেই বিনা উইকেটে ৮৩ রান তুলে ফেলে লঙ্কানরা।

তাতে প্রথম সেশন শেষে পরিষ্কারভাবে চালকের আসনে সফরকারীরা।
বাংলাদেশ দিন শুরু করেছিল ৮ উইকেটে ২২০ রান নিয়ে। তবে আগের দিন শেষদিকে একটু প্রতিরোধ গড়লেও তা বেশিক্ষণ টেকেনি। অভিষিক্ত স্পিনার সোনাল দিনুশার ঘূর্ণিতে শেষ উইকেট হারিয়ে থামে ইনিংস।

মিডউইকেটে দিনেশ চান্ডিমালের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তাইজুল ইসলাম (৩৩)। বাংলাদেশের সর্বোচ্চ রান ওপেনার সাদমান ইসলামের ৪৬, তবে কেউই ফিফটি ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ৭৯.৩ ওভারে অলআউট ২৪৭ রানে।
শ্রীলঙ্কার হয়ে মাত্র ২২ রানে ৩ উইকেট নেন দিনুশা, আসিতা ফার্নান্ডোও পান ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে যেন ওয়ানডে মেজাজেই শুরু করেন পাতুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। ইনিংসের প্রথম বলেই চার মেরে জানান দেন আক্রমণাত্মক মনোভাবের। প্রথম ৯ ওভারে তারা তুলে ফেলেন ৯টি চারসহ ৫৪ রান—ওভারপ্রতি রানরেট প্রায় ৬।

২১তম ওভারে গিয়ে দলীয় স্কোর ৮৩ ছাড়ায়। নিশাঙ্কা ৬৪ বলে ৪২ এবং উদারা ৬২ বলে ৪০ রান করে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যায়।