সদরপুরে এতিম শিশুদের জন্য ৩৩ লাখ ২৪ হাজার টাকার অনুদান
- আপডেট সময় : ১০:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 181
ফরিদপুরের সদরপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ক্যাপিটেশন প্রাপ্ত ১৩টি এতিমখানার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ৩৩ লক্ষ ২৪ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা তার নিজ কার্যালয়ে এতিমখানার প্রতিনিধিদের কাছে এ চেক হস্তান্তর করেন।
চেক বিতরণকালে ইউএনও জানান, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যাপিটেশনপ্রাপ্ত এতিমখানার সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিন্ত করতে ধারবাহিকভাবে এই অনুদান প্রদান করছে, যাতে তারা শিক্ষার মুল স্রোতে সম্পৃক্ত হতে পারে। শিশুদের জন্য প্রতিমাসে ২ হাজার করে বছরে ২৪ হাজার টাকা বরাদ্দ প্রদান করে থাকে।
সদরপুর উপজেলায় এতিমখানার দায়িত্বশীলদের উদ্দেশ্যে ইউ এন ও আরো বলেন, প্রকৃত এতিম, দুঃস্থ, অনাথ, অসহায় ও সুবিধবঞ্চিত শিশুদের প্রতিপালনে যাতে এই অর্থ ব্যয় হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোফাজ্জেল হোসেন, এতিমাখানার সুপারগণ ও মিডিয়াকর্মীবৃন্দ।

























