ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের স্মর‌নে ও আহত‌দের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের প্রার্থনা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একাধিক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বইছে শোকের ছায়া। নিহতদের আত্মার শান্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় শ্রী শ্রী গোপাল জিউর ম‌ন্দি‌রে প্রাঙ্গণে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলার বিভিন্ন পূজামণ্ডপ, হিন্দু ধর্মীয় সংগঠন ও সচেতন নাগরিকরা অংশ নেন। অনুষ্ঠানে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলন, শান্তিপাঠ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, “এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং একটি জাতীয় ট্র্যাজেডি। আমরা হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

তারা আরও বলেন, এই শোকের সময়ে ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে পাশে দাঁড়াতে হবে। মানবিকতা ও সহমর্মিতা এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

প্রার্থনা সভায় জেলা পূজা উদযাপন পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন‌্য সদস‌্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের স্মর‌নে ও আহত‌দের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের প্রার্থনা

আপডেট সময় : ১২:৫৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একাধিক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বইছে শোকের ছায়া। নিহতদের আত্মার শান্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় শ্রী শ্রী গোপাল জিউর ম‌ন্দি‌রে প্রাঙ্গণে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলার বিভিন্ন পূজামণ্ডপ, হিন্দু ধর্মীয় সংগঠন ও সচেতন নাগরিকরা অংশ নেন। অনুষ্ঠানে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলন, শান্তিপাঠ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, “এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং একটি জাতীয় ট্র্যাজেডি। আমরা হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

তারা আরও বলেন, এই শোকের সময়ে ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে পাশে দাঁড়াতে হবে। মানবিকতা ও সহমর্মিতা এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

প্রার্থনা সভায় জেলা পূজা উদযাপন পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন‌্য সদস‌্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।