সদরপুর থানায় হামলা মামলা: মিজানুর রহমান ফকির গ্রেফতার

- আপডেট সময় : ০৪:০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ৭ বার পড়া হয়েছে
সদরপুর উপজেলা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর থানা ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় মিজানুর রহমান ফকির(৩৯) নামে একজন কে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মিজানুর রহমান ফকির উপজেলার সদর ইউনিয়নের সতেররশি গ্রামের সামাদ ফকিরের পুত্র।
বৃহস্পতিবার(১৪ আগস্ট) গভীর রাতে সদরপুর থানার এস আই মেহেদী হাসান, ও এস আই,আসাদুজ্জামান রিপন সংগীয় ফোর্স নিয়ে মিজানুর রহমান ফকিরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়,গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে একদল হামলাকারী সদরপুর থানায় হামলা করে লুটপাট, ভাংচুর, অস্ত্রলুট,ও অগ্নিসংযোগ ঘটায়। এ ব্যাপারে ৫/৮/২০২৪ ইং এস আই কাজী রিপন হোসেন বাদী হয়ে অজ্ঞাত কয়েকহাজার লোকের বিরুদ্ধে সাধারন ডাইরী করেন, যার নম্বর ১৬৮, পরবর্তীতে বিষয়টি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়। উক্ত মামলায় আসামী মিজানুর রহমান ফকিরের সক্রিয় ভুমিকা ছিল বলে তদন্তে জানতে পারে পুলিশ।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়। তিনি বলেন, গ্রেফতারকৃত মিজানুর রহমান ফকির কে বৃহস্পতিবার দুপুরে আইনী প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরন করা হয়েছে।