ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চারিদিকে পানি থই থই, কয়েকশো পরিবার পানি বন্দী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 0

কুষ্টিয়া কুমারখালীতে টানা বৃষ্টিতে শহর ও আশপাশের কয়েকশো পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ঘরে-বাইরে চারিদিকেই থই থই করছে পানি, তার ওপর সাপের ভয়। এরমধ্যে চরম দুর্ভোগ মাথায় নিয়ে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের।

শুক্রবার সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, কুমারখালী পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের শাহিন মোড় এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছে পানি বন্দী শতাধিক পরিবার।

টানা বৃষ্টিতে ঘর বাড়ি ও রাস্তাঘাটে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এমনকি বাসা-বাড়িতে পানি ওঠায় দুর্ভোগে শত শত পরিবার। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

তেবাড়িয়া গ্ৰামের শফিকুল ইসলাম বলেন, কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের জন্য ড্রেন ব্যবস্থা সংস্কার না করায় পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে। একটু বৃষ্টি হলেই ডুবে যায় বসতবাড়ি ও রাস্তাঘাট। বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে। মাসের পর মাস পানি জুমে থাকে এখানে। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছি আমরা। বিভিন্ন এলাকার মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি।

আবহাওয়া অফিস সূত্র জানা যায়, ২৪ ঘন্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিন দিন এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শাহিন মোড় এলাকায় বাসিন্দা ইব্রাহিম বলেন, ‘বৃষ্টির পানিতে এখন ডুবে আছি। বাড়িঘরে থাকতে পারছি না। সাপের ভয় আছে। ঘরে পানি, বাইরে পানি। চারিদিকই থৈ থৈ করছে পানি, বাঁচার কোনো উপায় নেই।

কুমারখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা, মোঃ মিকাইল ইসলাম বলেন , জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রকৌশলী কে নির্দেশ দেওয়া হয়েছে। ইতি মধ্যে যে সব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেখানে লোক পাঠিয়েছিলাম এবং জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করা হবে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চারিদিকে পানি থই থই, কয়েকশো পরিবার পানি বন্দী

আপডেট সময় : ০৪:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

কুষ্টিয়া কুমারখালীতে টানা বৃষ্টিতে শহর ও আশপাশের কয়েকশো পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ঘরে-বাইরে চারিদিকেই থই থই করছে পানি, তার ওপর সাপের ভয়। এরমধ্যে চরম দুর্ভোগ মাথায় নিয়ে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের।

শুক্রবার সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, কুমারখালী পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের শাহিন মোড় এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছে পানি বন্দী শতাধিক পরিবার।

টানা বৃষ্টিতে ঘর বাড়ি ও রাস্তাঘাটে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এমনকি বাসা-বাড়িতে পানি ওঠায় দুর্ভোগে শত শত পরিবার। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

তেবাড়িয়া গ্ৰামের শফিকুল ইসলাম বলেন, কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের জন্য ড্রেন ব্যবস্থা সংস্কার না করায় পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে। একটু বৃষ্টি হলেই ডুবে যায় বসতবাড়ি ও রাস্তাঘাট। বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে। মাসের পর মাস পানি জুমে থাকে এখানে। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছি আমরা। বিভিন্ন এলাকার মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি।

আবহাওয়া অফিস সূত্র জানা যায়, ২৪ ঘন্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিন দিন এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শাহিন মোড় এলাকায় বাসিন্দা ইব্রাহিম বলেন, ‘বৃষ্টির পানিতে এখন ডুবে আছি। বাড়িঘরে থাকতে পারছি না। সাপের ভয় আছে। ঘরে পানি, বাইরে পানি। চারিদিকই থৈ থৈ করছে পানি, বাঁচার কোনো উপায় নেই।

কুমারখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা, মোঃ মিকাইল ইসলাম বলেন , জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রকৌশলী কে নির্দেশ দেওয়া হয়েছে। ইতি মধ্যে যে সব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেখানে লোক পাঠিয়েছিলাম এবং জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করা হবে।