ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন বঞ্চিত হয়ে বিক্ষোভ : সীতাকুণ্ডে পদ হারাচ্ছেন আসলামপন্থি নেতারা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 5

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারীদের ওপর সাংগঠনিক চাপ আরও বাড়ছে। দলীয় মনোনয়ন ঘোষণার পর সৃষ্ট উত্তেজনার সূত্র ধরে একের পর এক পদ হারাচ্ছেন তার ঘনিষ্ঠরা। স্থানীয় বিএনপি নেতাদের একটি অংশ মনে করছেন, মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েনই শাস্তিমূলক ব্যবস্থার মূল কারণ।

অন্যদিকে কেন্দ্রীয় বিএনপি বলছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করা এবং প্রকাশ্য বিশৃঙ্খলার অভিযোগের ভিত্তিতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে আরও সিদ্ধান্ত আসতে পারে।

কেন্দ্রীয় বিএনপির সর্বশেষ সিদ্ধান্তে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালীন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদের সব ধরনের দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ৪ নভেম্বর বহিষ্কার করা হয় আরও চারজনকে। তারা হলেন— উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক মো. মামুন এবং সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন। এ চারজনও আসলাম চৌধুরীর অনুসারী বলে স্থানীয় দলীয় সূত্র জানায়।

জানা গেছে, মনোনয়ন না পেয়ে ৩ নভেম্বর আসলাম চৌধুরীর অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। ওই ঘটনার পরই কেন্দ্রীয়ভাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়।

এই প্রেক্ষাপটে পদ স্থগিত হওয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর বলেন, আমরা আসলাম চৌধুরীর নেতৃত্বে কাজ করছি। তিনি ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন, তাকে মনোনয়ন দেওয়ার আশ্বাসও পেয়েছেন। তারপরও আমাদের পদ স্থগিত করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সীতাকুণ্ড উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হয়। এরপর থেকে এই আসনের মনোনয়ন প্রত্যাশী আসলাম চৌধুরীর অনুসারীরা ক্ষোভ প্রকাশ করে আসছেন।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোনয়ন বঞ্চিত হয়ে বিক্ষোভ : সীতাকুণ্ডে পদ হারাচ্ছেন আসলামপন্থি নেতারা

আপডেট সময় : ১০:৩৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারীদের ওপর সাংগঠনিক চাপ আরও বাড়ছে। দলীয় মনোনয়ন ঘোষণার পর সৃষ্ট উত্তেজনার সূত্র ধরে একের পর এক পদ হারাচ্ছেন তার ঘনিষ্ঠরা। স্থানীয় বিএনপি নেতাদের একটি অংশ মনে করছেন, মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েনই শাস্তিমূলক ব্যবস্থার মূল কারণ।

অন্যদিকে কেন্দ্রীয় বিএনপি বলছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করা এবং প্রকাশ্য বিশৃঙ্খলার অভিযোগের ভিত্তিতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে আরও সিদ্ধান্ত আসতে পারে।

কেন্দ্রীয় বিএনপির সর্বশেষ সিদ্ধান্তে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালীন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদের সব ধরনের দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ৪ নভেম্বর বহিষ্কার করা হয় আরও চারজনকে। তারা হলেন— উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক মো. মামুন এবং সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন। এ চারজনও আসলাম চৌধুরীর অনুসারী বলে স্থানীয় দলীয় সূত্র জানায়।

জানা গেছে, মনোনয়ন না পেয়ে ৩ নভেম্বর আসলাম চৌধুরীর অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। ওই ঘটনার পরই কেন্দ্রীয়ভাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়।

এই প্রেক্ষাপটে পদ স্থগিত হওয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর বলেন, আমরা আসলাম চৌধুরীর নেতৃত্বে কাজ করছি। তিনি ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন, তাকে মনোনয়ন দেওয়ার আশ্বাসও পেয়েছেন। তারপরও আমাদের পদ স্থগিত করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সীতাকুণ্ড উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হয়। এরপর থেকে এই আসনের মনোনয়ন প্রত্যাশী আসলাম চৌধুরীর অনুসারীরা ক্ষোভ প্রকাশ করে আসছেন।