‘কোনো অপশক্তি আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না’
- আপডেট সময় : ১১:৩৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / 4
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, দীর্ঘ ১৬ বছর ধরে জনগণ তার ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই আগামী নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। আগামী নির্বাচন এ দেশকে নতুন করে গঠনের নির্বাচন। এই নির্বাচনে জনগণেই বিজয় অবশ্যম্ভাবী। কোনো অপশক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।
তিনি বলেন, মনে রাখতে হবে, গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ বার বার রক্ত দিয়েছে। রক্ত দিয়ে তারা স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র-জনতার রক্তে এ দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী, খুনি হাসিনা তার দলবল নিয়ে পালিয়ে গেছে। সুতরাং জনগণকে নতুন করে জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না। আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করবে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ধানের শীষে জনগণের আস্থার প্রতীক। ষড়যন্ত্র করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ধানের শীষের জোয়ারে ষড়্যন্ত্রকারীরা ভেসে যাবে।
আবু সুফিয়ান বলেন, শহীদ জিয়ার ১৯ দফার আলোকে তারেক রহমান এ দেশকে নতুন করে সাজাতে ৩১ দফার পরিকল্পনা গ্রহণ করেছেন। ৩১ দফার প্রতিটি দফায় নিহিত রয়েছে মানুষের কল্যাণ। তিনি এ দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কথা চিন্তা করেছেন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আমরা একটি উন্নত ও সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত করবো।


























