ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 4

অনলাইন ডেস্ক: চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই বিষয়ে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রতিষ্ঠান এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সংস্থাটি বলেছে, এ বছর পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে।

সেই হিসেবে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। আর রমজান মাস ৩০ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এক ভিডিওতে জ্যোতির্বিজ্ঞানের গণনা কৌশল ব্যবহার করে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য এই তারিখ প্রকাশ করেছেন।

আল জারওয়ান বলেন, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি দেখা যেতে পারে। যদিও সেদিন সন্ধ্যায় চাঁদ দেখার পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে।

তিনি বলেছেন, রমজান ৩০ দিন পূর্ণ হলে সংযুক্ত আরব আমিরাতের অনুমোদিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী রোজার ৩০তম দিনটিও ঈদের ছুটিতে যুক্ত হবে। এর মানে, বাসিন্দারা বৃহস্পতিবার ১৯ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত চার দিনের সাপ্তাহিক ছুটি পেতে পারেন এবং এরপর সোমবার থেকে কাজকর্ম শুরু হবে।

ঈদুল ফিতর হলো ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যা ফজরের ঈদের নামাজ দিয়ে শুরু হয়। এরপর পরিবারিক সমাবেশ, দান–সদকা ও সামাজিক উদ্‌যাপনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

পূর্বাভাস অনুযায়ী, সবকিছু মিললে ২০২৬ সালে শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার) পড়বে। তবে চাঁদ দেখা কমিটি তার কাছাকাছি সময়ে মুসলিমদের বৃহত্তম এই ধর্মীয় উৎসবের চূড়ান্ত ঘোষণা দেবে।

সূত্র: গালফ নিউজ।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

আপডেট সময় : ১২:১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

অনলাইন ডেস্ক: চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই বিষয়ে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রতিষ্ঠান এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সংস্থাটি বলেছে, এ বছর পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে।

সেই হিসেবে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। আর রমজান মাস ৩০ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এক ভিডিওতে জ্যোতির্বিজ্ঞানের গণনা কৌশল ব্যবহার করে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য এই তারিখ প্রকাশ করেছেন।

আল জারওয়ান বলেন, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি দেখা যেতে পারে। যদিও সেদিন সন্ধ্যায় চাঁদ দেখার পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে।

তিনি বলেছেন, রমজান ৩০ দিন পূর্ণ হলে সংযুক্ত আরব আমিরাতের অনুমোদিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী রোজার ৩০তম দিনটিও ঈদের ছুটিতে যুক্ত হবে। এর মানে, বাসিন্দারা বৃহস্পতিবার ১৯ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত চার দিনের সাপ্তাহিক ছুটি পেতে পারেন এবং এরপর সোমবার থেকে কাজকর্ম শুরু হবে।

ঈদুল ফিতর হলো ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যা ফজরের ঈদের নামাজ দিয়ে শুরু হয়। এরপর পরিবারিক সমাবেশ, দান–সদকা ও সামাজিক উদ্‌যাপনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

পূর্বাভাস অনুযায়ী, সবকিছু মিললে ২০২৬ সালে শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার) পড়বে। তবে চাঁদ দেখা কমিটি তার কাছাকাছি সময়ে মুসলিমদের বৃহত্তম এই ধর্মীয় উৎসবের চূড়ান্ত ঘোষণা দেবে।

সূত্র: গালফ নিউজ।