ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন বঞ্চিত হয়েও দলের নামে ফরম নিলেন বিএনপি নেতা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 1

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির মনোনয়ন না পেলেও দলের নামেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে তিনি তাড়াশ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন। 

বিষয়টি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত নির্বাচন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান।

তিনি বলেন, যে কেউ তার দলকে ভালোবেসে, সেই দলের পক্ষে মনোনয়ন ফরম তুলতে পারে। এ বিষয়ে কোনো বাধা নেই। তবে মনোনয়ন জমা নেওয়ার সময় আমরা যাচাই বাছাই করব।

সিরাজগঞ্জ-৩ সংসদীয় আসনে গত ৩ নভেম্বর বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক  এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হককে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

মনোননয়ন না পেলেও বিএনপির নামে মনোনয়ন ফরম সংগ্রহ করার প্রসঙ্গে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, রায়গঞ্জ ও তাড়াশ নিয়ে গঠিত আসনটিতে দীর্ঘদিন ধরে তাড়াশ থেকে বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি। দলকে এ বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। তাই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

তিনি দাবি করেন, মনোনয়ন পাওয়া ভিপি আয়নুল হকের এলাকায় দলীয় বিভাজন রয়েছে এবং বিভিন্ন গ্রুপ সক্রিয়। আমাকে মনোনয়ন দিলে অভ্যন্তরীণ বিরোধ কমে যেত এবং নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারত।

এদিকে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী আয়নুল হক বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। তবে সেলিম জাহাঙ্গীর কেন ফরম তুলেছেন, সেটি তিনি নিজেই ব্যাখ্যা করতে পারবেন।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোনয়ন বঞ্চিত হয়েও দলের নামে ফরম নিলেন বিএনপি নেতা

আপডেট সময় : ০৪:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির মনোনয়ন না পেলেও দলের নামেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে তিনি তাড়াশ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন। 

বিষয়টি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত নির্বাচন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান।

তিনি বলেন, যে কেউ তার দলকে ভালোবেসে, সেই দলের পক্ষে মনোনয়ন ফরম তুলতে পারে। এ বিষয়ে কোনো বাধা নেই। তবে মনোনয়ন জমা নেওয়ার সময় আমরা যাচাই বাছাই করব।

সিরাজগঞ্জ-৩ সংসদীয় আসনে গত ৩ নভেম্বর বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক  এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হককে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

মনোননয়ন না পেলেও বিএনপির নামে মনোনয়ন ফরম সংগ্রহ করার প্রসঙ্গে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, রায়গঞ্জ ও তাড়াশ নিয়ে গঠিত আসনটিতে দীর্ঘদিন ধরে তাড়াশ থেকে বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি। দলকে এ বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। তাই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

তিনি দাবি করেন, মনোনয়ন পাওয়া ভিপি আয়নুল হকের এলাকায় দলীয় বিভাজন রয়েছে এবং বিভিন্ন গ্রুপ সক্রিয়। আমাকে মনোনয়ন দিলে অভ্যন্তরীণ বিরোধ কমে যেত এবং নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারত।

এদিকে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী আয়নুল হক বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। তবে সেলিম জাহাঙ্গীর কেন ফরম তুলেছেন, সেটি তিনি নিজেই ব্যাখ্যা করতে পারবেন।