চাঁদপুর-১ আসন : মনোনয়ন পত্র সংগ্রহ করলেন রনি মজুমদার
- আপডেট সময় : ০৬:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / 5
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-১ (কচুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মো. রনি মজুমদার।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে রনি মজুমদারের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন স্থানীয় শুভানুধ্যায়ী ও সমর্থকরা।
মনোনয়ন পত্র সংগ্রহের বিষয়ে জানতে চাইলে মো. রনি মজুমদার সাংবাদিকদের বলেন, ‘চাঁদপুর-১ আসনের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতেই আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান খাতে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করবো।’
তিনি আরও জানান, ‘নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে মনোনয়ন পত্র দাখিল করা হবে।’
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ ও প্রস্তুতি কার্যক্রম শুরু করেছেন। চাঁদপুর

























