ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামিক জীবনধারা নিয়ে জাবিতে সেমিনার, আজহারীর বক্তব্যে ব্যাপক সাড়া

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 4

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষামূলক সংগঠন পাঠশালার আয়োজনে ‘আধুনিক যুগে ইসলামিক জীবনধারা’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারটি ঘিরে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

আলোচনায় ড. মিজানুর রহমান আজহারী বলেন, একজন মুসলমানের জীবন পরিচালনায় ইসলামি আদর্শের কোনো বিকল্প নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রেই কুরআন ও সুন্নাহভিত্তিক দিকনির্দেশনা অনুসরণ করা জরুরি। তিনি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এখানে আংশিক গ্রহণ বা সুবিধামতো বাছাইয়ের সুযোগ নেই।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামি জীবনদর্শন মানুষকে সঠিক পথ দেখায়। আলোচনায় তিনি হালাল ও হারামের ধারণা, ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি, শালীনতা, ধৈর্য, কৃতজ্ঞতা, আল্লাহর ওপর ভরসা (তাওয়াক্কুল) এবং উম্মাহর প্রতি দায়িত্বশীলতার মতো বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান। তিনি জানান, সাম্প্রতিক সিন্ডিকেট সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিক্ষা সহ তিনটি নতুন বিষয় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঠশালার এ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের জ্ঞানভিত্তিক ও চিন্তাশীল আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে অনুষ্ঠিত হবে—এটাই প্রত্যাশা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং নানা শ্রেণি-পেশার অতিথিরা।

অডিটোরিয়ামের ধারণক্ষমতার তুলনায় উপস্থিতির সংখ্যা বেশি হওয়ায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়, যাতে বাইরে থাকা অংশগ্রহণকারীরাও সেমিনারটি উপভোগ করতে পারেন।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামিক জীবনধারা নিয়ে জাবিতে সেমিনার, আজহারীর বক্তব্যে ব্যাপক সাড়া

আপডেট সময় : ১২:৪১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষামূলক সংগঠন পাঠশালার আয়োজনে ‘আধুনিক যুগে ইসলামিক জীবনধারা’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারটি ঘিরে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

আলোচনায় ড. মিজানুর রহমান আজহারী বলেন, একজন মুসলমানের জীবন পরিচালনায় ইসলামি আদর্শের কোনো বিকল্প নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রেই কুরআন ও সুন্নাহভিত্তিক দিকনির্দেশনা অনুসরণ করা জরুরি। তিনি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এখানে আংশিক গ্রহণ বা সুবিধামতো বাছাইয়ের সুযোগ নেই।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামি জীবনদর্শন মানুষকে সঠিক পথ দেখায়। আলোচনায় তিনি হালাল ও হারামের ধারণা, ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি, শালীনতা, ধৈর্য, কৃতজ্ঞতা, আল্লাহর ওপর ভরসা (তাওয়াক্কুল) এবং উম্মাহর প্রতি দায়িত্বশীলতার মতো বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান। তিনি জানান, সাম্প্রতিক সিন্ডিকেট সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিক্ষা সহ তিনটি নতুন বিষয় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঠশালার এ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের জ্ঞানভিত্তিক ও চিন্তাশীল আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে অনুষ্ঠিত হবে—এটাই প্রত্যাশা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং নানা শ্রেণি-পেশার অতিথিরা।

অডিটোরিয়ামের ধারণক্ষমতার তুলনায় উপস্থিতির সংখ্যা বেশি হওয়ায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়, যাতে বাইরে থাকা অংশগ্রহণকারীরাও সেমিনারটি উপভোগ করতে পারেন।