করোনা চিকিৎসায় কদমরসুল অঞ্চলের জন্য নাসিকের ৫ সদস্যের মেডিক্যাল টিম

নিজস্ব প্রতিবেদক : করোন ভাইরাস নারায়নগঞ্জের সর্বত্র ছড়িয়ে পড়ায় নারায়নগঞ্জ সিটি কর্পোরেশ এর পক্ষ থেকে সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত নাগরিকদের জন্য করোনা চিকিৎসা ও নমুনা সংগ্রহের জন্য তিনটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল ) নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল আমিন এর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সিটি কর্পোরেশন অভ্যন্তরীন অঞ্চলে যাদের করোনা উপসর্গ রয়েছে এমন ব্যক্তিবর্গের নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জেন কার্য্যালয়ে প্রেরন, রিপোর্ট সংগ্রহকরন, তাদের নির্দেশনা অনুযায়ী করোনা পজেটিভ রোগীকে আইসোলেশনে প্রেরন এবং মারা গেলে পরবর্তী কার্য্যকর্ম পরিচালনা জন্য মেডিক্যাল টিম কাজ করবে বলে জানানো হয়।

টিম ৩টি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নারায়নগঞ্জ অঞ্চল, কদমরসুল অঞ্চল এবং সিদ্ধিরগঞ্জ অঞ্চলে মেডিক্যাল অফিসার ডা. শেখ মোঃ মোস্তফা আলী-০১৬৬৭৩-৯৮৬৯৪৭ এর কাজ করবে জানিয়ে নির্দেশ জারি করা হয়।

কদমরসুল অঞ্চলের মেডিক্যাল টিমের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন

ডাঃ মশিউর রহমান অপু- ০১৮১৯-৪৯৫৪২২।

অন্যান্য সদস্য হলেন-

  • ডাঃ সাইফুল ইসলাম শাকিল – ০১৮১৪-৪৭৭২৮১,
  • ডাঃ ফারুক আহাম্মদ-০১৭১৭-২৯৯৮৯৩,
  • ল্যাব টেকনিশিয়ান রাশেদ খান- ০১৯৮৬-৭৯৫৭০৯
  • ফিল্ড সুপারভাইজার কফিল উদ্দিন -০১৭১৪-৫০৯৯৬৫।

প্রসঙ্গত, দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এ নিয়ে করোনায় মোট ২০ জনের মৃত্যু ও ২১৮ জন আক্রান্ত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title