র্যাবের জঙ্গি বিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত
																
								
							
                                
                              							  অনলাইন ডেস্ক									
								
                                
                                - আপডেট সময় : ১২:১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
 - / 61
 
নিজস্ব প্রতিবেদক : জঙ্গি বিরোধী অভিযানে সক্ষমতা সম্বলিত বিশেষায়িত মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর বনানীর নরডিক হোটেলের সামনে “বিশেষায়িত মহড়া” র আয়োজন করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
এই মহড়ায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর মহাপরিচালক বেনজীর আহমেদ, র্যাবের অতিরিক্ত ডিজি অপারেশন তৌহিদ মোস্তফা সরোয়ার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন র্যাবের এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সরোযার বিন কাশেম, পরিচালক মাহবুব আলম, উপ-পরিচালক মেজর রাইসুল আজম, ওয়ার্ড কাউন্সিলর নাসির আহমেদ।
																			
																		





















