সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের অভিযানে ১১ চাঁদাবাজ আটক

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৬:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ ২২ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের অভিযানে ১১ পরিবহন চাঁদাবাজকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ তথ্য জানান জেলা ট্রাফিক পুলিশের এএসপি (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ।
তিনি জানান, আইজিপির নির্দেশে গত ৭ দিনে পুরো জেলায় সড়ক ও মহাসড়কে সব ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। সড়কে কোন ধরনের চাঁদাবাজি চলবেনা। চাঁদাবাজির ঘটনায় কেউ জড়িত থাকলে কোন ছাড় দেয়া হবেনা।
তিনি আরও জানান, গত ৭ দিনে ১১ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে ট্রাফিক পুলিশ। এদেরকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, তারাব, চাষাঢ়া ও ভূলতা পয়েন্ট থেকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন সংশ্লিষ্ট থানায় চাঁদাবাজির নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আটকদের মধ্যে আজ সাইনবোর্ড থেকে চাঁদাবাজ নানু মিয়াকে (৩০) আটক করা হয়েছে। সে শনির আখড়ার নুরুল ইসলামের ছেলে।