ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের ঈদের আনন্দ নেই বানভাসি মানুষের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
  • / 67

নিজস্ব প্রতিবেদক:  করোনা মহামারির কারণে কিছুটা কম হলেও সারাদেশে বিরাজমান ছিল ঈদের আমেজ। কিন্তু এ আমেজ পুরোপুরি উধাও হবিগঞ্জের বন্যাকবলিত এলাকায়। জেলার ৫ লাখ পরিবার পানিবন্দি। ক্ষতিগ্রস্ত মানুষ ভাসছে বানের পানিতে। এ অবস্থায় বানভাসিদের ঈদের আনন্দ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হবিগঞ্জের লাখাইয়ে পানিতে ভাসা বেশিরভাগ মানুষের সাধ্য নেই এবারে ঈদে পশু কোরবানি দেওয়ার। বানভাসিদের মতে, যেখানে জীবনই বাঁচে না, সেখানে কিসের ঈদ। তার তাকিয়ে আছেন সরকারের দিকে। ঈদ উপলক্ষে ভিজিএফসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ত্রাণ দিয়ে বন্যা ও ভাঙন কবলিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির কথা জানিয়েছে প্রশাসন।

জেলার ৩টি উপজেলার কয়েক’শ গ্রামের লাখো মানুষ এখন পানিবন্দি। বাড়ি ঘর ও সড়কে পানি ওঠায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। উৎসবের কোনো আমেজ নেই এসব এলাকায়। বানের পানিতে ভেসে গেছে মানুষের ঈদের আনন্দ। এসব মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহবান জানান ক্ষতিগ্রস্ত মানুষ।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হবিগঞ্জের ঈদের আনন্দ নেই বানভাসি মানুষের

আপডেট সময় : ০৯:০০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০

নিজস্ব প্রতিবেদক:  করোনা মহামারির কারণে কিছুটা কম হলেও সারাদেশে বিরাজমান ছিল ঈদের আমেজ। কিন্তু এ আমেজ পুরোপুরি উধাও হবিগঞ্জের বন্যাকবলিত এলাকায়। জেলার ৫ লাখ পরিবার পানিবন্দি। ক্ষতিগ্রস্ত মানুষ ভাসছে বানের পানিতে। এ অবস্থায় বানভাসিদের ঈদের আনন্দ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হবিগঞ্জের লাখাইয়ে পানিতে ভাসা বেশিরভাগ মানুষের সাধ্য নেই এবারে ঈদে পশু কোরবানি দেওয়ার। বানভাসিদের মতে, যেখানে জীবনই বাঁচে না, সেখানে কিসের ঈদ। তার তাকিয়ে আছেন সরকারের দিকে। ঈদ উপলক্ষে ভিজিএফসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ত্রাণ দিয়ে বন্যা ও ভাঙন কবলিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির কথা জানিয়েছে প্রশাসন।

জেলার ৩টি উপজেলার কয়েক’শ গ্রামের লাখো মানুষ এখন পানিবন্দি। বাড়ি ঘর ও সড়কে পানি ওঠায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। উৎসবের কোনো আমেজ নেই এসব এলাকায়। বানের পানিতে ভেসে গেছে মানুষের ঈদের আনন্দ। এসব মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহবান জানান ক্ষতিগ্রস্ত মানুষ।