সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ ১৫ বার পড়া হয়েছে
তৈয়বুর রহমান,কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বাষির্কীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপুর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
বক্তব্য রাখেন -উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, যুবলীগ সভাপতি এস এম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু, সহ-সভাপতি মাহফুজুর রহমান, আরিফ হাসান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কাজল,পৌর যুবলীগ সভাপতি বাদল মিয়া, সাধারণ সম্পাদক রেজাউর রহমান আশ্রাফী খোকন।
এ সময় উপস্থিত ছিলেন -জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড.আশ্রাফী মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, জেলা আ’লীগ সদস্য তাসলিমা রহমান লাভলী, উপজেলা আ’লীগের সহ সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন খান কনক, পৌর আ’লীগের সভাপতি এসএম রবিন হোসেন, সম্পাদক কামরুল ইসলাম প্রমূখ।