শেরপুরে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
																
								
							
                                
                              							  অনলাইন ডেস্ক									
								
                                
                                - আপডেট সময় : ০৫:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
 - / 40
 
শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নকলা উপজেলায় গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাঁও গ্রামের রাজিব মিয়ার দুই বছরের একমাত্র ছেলে আকাইদ হাসান পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজ বাড়ীর পেছনে পুকুর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে তার পরিবারের লোকজন। পরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।
পরিবারের সদস্যরা জানান, খেলাধুলার ছলে সবার অজান্তে ছেলেটি বাড়ির সামনে কখন যে সবার অজান্তে পুকুরে পড়ে যায় তা কেউ খোঁজ পায়নি। অন্য আরেক শিশু ওই শিশুটির লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করলে পরিবারের লোকজন এসে তার মৃতদেহ উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ নিশ্চিত করেছেন। শিশুটির মৃত্যুতে পরিবারের সদস্যরা মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।
							
                            
																			
																		





















