ফের বলিউডে এই দক্ষিণী রূপসী

ফের বলিউডে এই দক্ষিণী রূপসী

বিনোদন ডেস্ক : দক্ষিণের পর এবার যেন বলিউড দখল করতে চলেছেন শ্রীলীলা। ‘পুষ্পা ২’ সিনেমার আইটেম গানের পর রীতিমতো সেনসেশন হয়ে গেছেন তিনি, আসছে একের পর এক সিনেমার প্রস্তাব।

বলিউড থেকেও প্রস্তাব আসা বেড়েই চলেছে এই দক্ষিণী রূপসীর। অনুরাগ বসুর রোমান্টিক সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন শ্রীলীলা, এতে তার বিপরীতে থাকছেন কার্তিক আরিয়ান।

এবার তাকে নিয়ে বড় চমক দিতে চলেছেন ‘ড্রিম গার্ল’ ও ‘ড্রিম গার্ল ২’-এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া নির্মাতা রাজ শান্ডিল্য।

শোনা যাচ্ছে, রাজের পরবর্তী ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বাঁধবেন শ্রীলীলা। যদিও ছবির নাম বা অফিশিয়াল ঘোষণা এখনো আসেনি, তবু ইন্ডাস্ট্রিতে খবর, এটি হতে চলেছে একটি পূর্ণাঙ্গ বিনোদনধর্মী ছবি। যেখানে থাকবে রোমান্স, কমেডি ও ড্রামার সংমিশ্রণ।

এ ছাড়া সম্প্রতি প্রযোজক মহাবীর জৈনের সঙ্গেও দেখা গেছে শ্রীলীলাকে। ইনস্টাগ্রামে মহাবীর লিখেছেন, ‘আনন্দ এল রাইয়ের জাদুভরা কাহিনিতে শ্রীলীলার সৌন্দর্য ও প্রতিভা দেখার অপেক্ষায়।’ সেই পোস্টকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা, তবে কি এবার রাইয়ের ক্যাম্পেও দেখা যাবে শ্রীলীলাকে?

বর্তমানে শ্রীলীলার হাতে আছে বেশ কয়েকটি প্রকল্প—‘মাস উতরা’, ‘পরাশক্তি’ ও ‘লেনিন’। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রা ব্যস্ত রয়েছেন ‘সুন্দরী’ ছবির শুটিংয়ে, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন জাহ্নবী কাপুর।

একাধিক শীর্ষ পরিচালকের আগ্রহেই বোঝা যাচ্ছে, এই দক্ষিণী রূপসীকে ঘিরে আগামীর হিন্দি সিনেমায় রয়েছে বড় কিছুর অপেক্ষা। বলিউডে শ্রীলীলার দাপট কতটা জমে উঠবে, তা সময় বলবে।

Leave A Reply

Your email address will not be published.

Title