সংবাদ শিরোনাম ::
আইটি পল্লির নৌ আইসিটি মেলা উৎযাপন

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯ ১৪ বার পড়া হয়েছে
প্রাইম নিউজ অনলাইনঃ
ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষে, আইটি পল্লির উদ্যেগে নৌ আইসিটির ২০১৯ মেলার আয়োজন করা হয়। ঢাকা সদর ঘাটে কীর্তনখোলা ১০ লঞ্চে প্রধান অথিতি হিসেবে আইটি পল্লির নৌ আইসিটি মেলা উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডি, আইজি হাবিবুর রহমান। উদ্বোধন শেষে তিনি মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।পরিদর্শন শেষে লঞ্চটি সদর ঘাট থেকে ছেড়ে বুড়িগঙ্গা নদী ও মেঘনা নদী প্রদক্ষিন করে। মেলা উপলক্ষে কনসার্ট ও র্যাফেল ড্র’র আয়োজন করা হয়। মেলা শেষে বিজয়ই দের মাঝে পুরষ্কার বিতরন করেন আইটি পল্লির সভাপতি নাজমুল করিম ভূঁইয়া ও আইটি পল্লির সাধারন সম্পাদক আসাদুউজ জামান সুজন।