করোনা ভাইরাস নিরাময়ে জাপানের ওষুধ পুরোপুরি কার্যকর!

করোনা ভাইরাস নিরাময়ে জাপানের তৈরি একটি ওষুধ পুরোপুরি কার্যকর বলে দাবি করেছে চীন। বুধবার জাপানি সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানায়।
চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা হ্যাং জিনমিন বলেন, জাপানের ফুজি ফিল্মের সহযোগী প্রতিষ্ঠানের ফাভিপিরাভির নামের ওষুধটি তৈরি করেছে। এটি চীনের উহান ও শেনজেন শহরে ৩৪০ রোগীর ওপর প্রয়োগ করা হয়েছে এবং এতে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে।

জিনমিন বলেন, ওষুধটির উচ্চমানের সুরক্ষা রয়েছে এবং এটি করোনাভাইরাস চিকিৎসার ক্ষেত্রে স্পষ্টভাবে কার্যকর। শেনজেনে যে রোগীদের ওষুধ দেওয়া হয়েছিল চারদিন পর তাদের রক্ত পরীক্ষা করে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি, এ ওষুধ দেওয়া হয়নি এমন রোগীদের এক্ষেত্রে সময় লেগেছে ১১ দিন। এছাড়া ফাভিপিরাভির দিয়ে চিকিৎসার পর রোগীদের ফুসফুসের অবস্থা প্রায় ৯১ শতাংশ উন্নতি হয়েছে, এ ওষুধ না দেওয়া রোগীদের ক্ষেত্রে উন্নতির এ হার ৬২ শতাংশ।গত ফেব্রুয়ারি মাস থেকে করোনা আক্রান্তদের ওপর এ ওষুধ প্রয়োগ করছে জাপান।

Leave A Reply

Your email address will not be published.

Title