সংবাদ শিরোনাম ::
কাপাসিয়ায় মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব না মানায় ১৩ জনকে জরিমানা

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:০২:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০ ১০ বার পড়া হয়েছে
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশ অমান্য করে সামাজিক দূরত্ব না মানায়, মুখে মাস্ক না পড়ায়, ব্রীজের উপর আড্ডা দেওয়া, এক মোটরসাইকেলে ৩ জন নিয়ে চালানো ও অহেতুক ঘুরাঘুরি, বেপরোয়া মোটরসাইকেল চালানোর অপরাধে ১৩ জনকে ৬ হাজার ২শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
৩১ মে বিকালে কাপাসিয়া ফকির মজনু শাহ সেতু ওপরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা বলেন উঠতি বয়েসি ছেলেরা মোটরসাইকেল নিয়ে অহেতুক ঘুরাঘুরি, সামাজিক দূরত্ব না মানার, মুখে মাস্ক না পড়ায়, বেপরোয়া মোটরসাইকেল অপরাধে তাদেরকে জরিমানা করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।