কেরাণীগঞ্জ পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল

প্রাইম নিউজঃ
রাজধানী ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার কোন্ডা ও আগানগর ইউনিয়ন পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের দশ সদস্য একটি প্রতিনিধি দল।

রবিবার সকালে প্রথমে কোন্ডা ইউনিয়ন পরিষদে পৌছে চিত্র প্রদর্শনীর মাধ্যমে লোকাল গভর্মেন্ট সাপোর্ট প্রজেক্টে’র বিভিন্ন উন্নয়ন কর্ম পর্যালোচনা করেন। এরপর প্রতিনিধি দলটি স্থানীয় কাউটাইল ঋষিপাড়া এলাকায় এলজি এসপি’র অর্থায়নে এলাকার দরিদ্র জণগোষ্ঠির জন্য নির্মিত সুপেয় জলের সমস্যা নিরসনের সাবমার্সিবল টিউবওয়েল পরিদর্শন করেন।

বিশ্বব্যাংকের পরিচালনাধীন এলজি এসপি-৩ প্রকল্পের টাস্ক টিম লিডার শেনহুয়া ওয়াং এর নেতৃত্বে এসময় অন্যান্যেও মধ্যে আরো উপস্থিত ছিলেন, এলজি এসপি-৩ এর সহকারি প্রকল্প পরিচালক মনদীপ ঘরাই, এলজি এসপি-৩ ঢাকার ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর মো.জাবেদ ইকবাল চৌধুরী, এলজি এসপি-৩ প্রকল্পের মো.মাহবুবুর রহমান,আমিন উদ্দিন পারভেজ,মাইসুর রহমান, মোস্তাক সানী, কোন্ডা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান চৌধুরী ফারুক,ইউপি সচিব প্রকাশ চন্দ্র সরকার,ইউপি সদস্য মো.রফিকুল ইসলাম,ইকবাল আহম্মেদ নিবির,শফিকুর রহমান মামুন,গুলশান আরা বেগম,হিমা আক্তার,ময়ফুল বিবি প্রমুখ।
পরে প্রতিনিধি দলটি আগানগর ইউনিয়ন পরিদর্শনে আসেন। এসময় তারা এলজি এসপি’র অর্থায়নে নির্মিত আগানগর ইউনিয়ন পাবলিক লইব্রেরী ও আমবাগচা এলাকায় স্যুয়ারেজ লাইনের কাজ পরিদর্শন করেন।

এসময় প্রতিনিধি দলের সাথে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশী, ইউপি সদস্য মো.শাহিন, মশিউর রহমান শাহিন, আব্দুর রাজ্জাক রুবেল, হাজী মোঃরাসেল, প্রাণ কুমার বর্মন, আনোয়ারা বেগম, ফারজানা বেগম চাদনী, তানিয়া শেখ, ইউনিয়ণ ডিজিটাল উদ্যোক্তা শামিমা, মো.শাহাবুদ্দিন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

Title