কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালত : এম এস ফুড প্রোডাক্টকে ৫০ হাজার টাকা জরিমানা

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন আচার, জেলি ও সস উৎপাদনের অভিযোগে এম এস ফুড প্রোডাক্ট নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। কেরানীগঞ্জের মডেল থানার গদারবাগ এলাকায় অবস্থিত এ কারখানায় মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহেল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিশেষ একটি গোয়েন্দা সংস্থার ( এনএসআই ) খবরের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। ৫তলা একটি আবাসিক ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় কারখানা গড়ে তোলা হয়েছে। ভবনের মালিক শাহ আলম ও এনায়েত হোসেন নামে দুই ভাই ওই কারখানা গড়ে তুলেছেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহেল আরো জানান, কারখানাটি অস্বাস্থ্যকর পরিবেশে আচার, জেলি ও সস উৎপাদন করা হচ্ছিল। এছাড়া স্বাস্থ্যবিধি না মেনে কাজ করছিল কারখানার শ্রমিকরা। এসব অভিযোগে কারখানার মালিক পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title