চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবীতে মানববন্ধন

ফরিদপুর:   সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ এর দাবীতে ফরিদপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সাধারণত ছাত্র পরিষদের উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক মো: মেহেদী হাসান, সম্পাদক গোলাম রসূল, চিন্ময় ভৌমিক, আশিষ কুমার সাহা, সিরাজুল ইসলাম প্রমূখ বক্তব্য দেন।

বক্তরা বলেন, উন্নত দেশসহ বিশ্বের ১৬২ টি দেশে চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ থেকে ৪৫ বছর। সার্কভূক্ত দেশ ভূটান, নেপাল ও মালদ্বীপে সরকারি চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ বছর। এছাড়া শ্রীলংকাতে ৪৫, আফগানিস্তানে ৬৪, ভারতে ৩২ থেকে ৪০ বছর। তারা দাবী করেন, অন্য সব দেশ পারলে আমাদের কেন ৩৫ করা হবেনা। আমাদের চাকুরিরতে প্রবেশের ৩৫ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title