কেরানীগঞ্জ এসিল্যান্ড অফিসে এসে কাঁদলেন স্বামী-স্ত্রী

জমি কেনার আগে যাচাই-বাচাই করে ক্রয় করার আহ্বান জানিয়েছেন কেরানীগঞ্জ এসিল্যান্ড কামরুল ইসলাম।

বৃহস্পতিবার রাতে তার ‘কামরুল এসিল্যান্ড কেরানীগঞ্জ’ নামের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাসে এক ব্যক্তি জমি কিনে প্রতারিত হওয়ার সত্য ঘটনার কথা জানিয়ে সবাইকে সচেতন করতে জমি ক্রয় করার সময় যাচাই বাচাই করে ক্রয় করা আহ্বান জানান।

নিম্নে তার দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

এক সেবাপ্রার্থী ফোন দিয়ে তার নামজারী দেয়ার জন্য অনুরোধ করলেন, আমি তার সম্পত্তি ‘ক’ তালিকায় সরকারের স্বার্থ থাকায় তার নামজারী নামঞ্জুর হয়েছে জানালাম।ভদ্রলোক ফোনে হু হু করে কান্না শুরু করলেন,তিনি বললেন,স্যার যে করেই হোক আমার নামজারীটা দেন।তিনি বললেন,দীর্ঘদিন বিদেশে ছিলেন,জমানো টাকা দিয়ে একটু সম্পত্তি ক্রয় করেছেন,এখন এটা বাতিল হলে তিনি নিঃস্ব হয়ে যাবেন।তিনি বললেন,অনেক শখ করে নিজের একমাত্র ছেলের জন্য বিদেশ থেকে একটি উপহার এনেছিলেন,এটা তিনি এসিল্যান্ডকে দিয়ে দিবেন,তবুও যেন তাকে নামজারী করে দেয়া হয়।আমি তাকে অফিসে আসতে বললাম।ঘন্টা খানেকের মধ্যে তিনি সস্ত্রীক অফিসে আসলেন।এবার স্বামী স্ত্রী দুজন মিলে নামজারী করার অনুরোধ করলেন।আমি বুঝিয়ে বললাম,অনেক কিছু উপহার দিলেও নামজারী দেয়া সম্ভাব হবে না,সরকারের স্বার্থ থাকলে কোন কিছুর বিনিময়েই নামজারী দেয়া সম্ভব নয়।তিনি কেঁদেই ফিরে গেলেন। #পরামর্শঃ জমি কেনার আগেই আবশ্যিকভাবে জমিটি খাস,অর্পিত,অধিগ্রহণসহ সরকারের স্বার্থ আছে কিনা যাচাই করুন।ভূমি অফিসে এসে রেকর্ডস অব রাইটস দেখে নিন।জমির আশেপাশের মালিকের কাছ থেকে খোঁজখবর নিন।সাব রেজিস্ট্রার অফিস থেকে জমিটি ইতোমধ্যে বিক্রি, হেবা,মর্টগেজ,পাওয়ার অব আটর্নী করা হয়েছে কিনা যাচাই করবেন।মনে রাখবেন,একটু অসতর্ক হলেই আপনার সারাজীবনের সঞ্চয় বিফলে যেতে পারে।এত বিষয়ে জানতে হয়তো আপনার জন্য অনেক কষ্টকর হবে,তবুও এটা করে নিলে জমি কেনার পরে সমস্যা হবেনা। #আর এ বিষয়ে সবসময় আপনার #এসিল্যান্ড আপনার আপনজন হয়ে পাশে থাকবে ইনশাআল্লাহ।সাথে সাথে যাচাই করে দেয়া সম্ভব না হলেও একটু সময় দিলে অবশ্যই আপনি চাহিত সেবা পাবেন।জমিজমা সম্পর্কে আপনি সচেতন হোন,অন্যকেও সচেতন করুন। এ বিষয়ে কোন বিষয়ে যদি অাপনি বুঝতে না পারেন, তবে ইনবক্সে মেসেজ করবেন,একটু সময় লাগলেও আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title