আবু রায়হান, জয়পুরহাটঃজয়পুরহাট জেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তাবায়নের লক্ষে গ্রামীণ অসচ্ছল পরিবারকে আত্মকর্মসংস্থানের অংশ হিসেবে ২০ টি পরিবারের মাঝে ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে।
১০ ফেব্রুয়ারী বুধবার বেলা ১১ টার দিকে জেলা পরিষদ চত্ত্বরে জয়পুরহাটের গ্রামীণ অসচ্ছল ২০ টি পরিবারের মাঝে ভ্যানগাড়ী বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম করিব (পিপিএম), সমাজসেবা বিভাগের উপ-পরিচালক ইমাম হাসিম ও জেলা আওয়ামী লীগের সাধারম সম্পাদক জাকির হোসেন মন্ডল।
ভ্যানগাড়ী পেয়ে উক্ত ২০ টি পরিবারের লোকজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও সুস্থতা কামনা করেন।