টাংগাইল দেলদুয়ারে ফ্রি ব্লাড গ্রুপ চেকআপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাংগাইল জেলাধীন দেলদুয়ার থানার ডুবাইল ইউনিয়নের পড়াইখালী গ্রামে ফ্রি ব্লাড গ্রুপ চেকআপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর ২০২১ইং) ”আমাদের গ্রাম পড়াইখালী” ফেসবুক গ্রুপের উদ্যোগে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়।

রক্তের গ্রুপ জানা থাকলে আরো বেশি মানুষ অংশ গ্রহণ করবে এই উদ্দেশ্য গ্রামের আপামর জন সাধারণকে রক্ত দানে উদ্ভুদ্ধ করতে এই কর্মসূচীর আয়োজন করে গ্রুপটি। দেশে প্রবাসে কর্মরত সদস্যবৃন্দের শতস্ফুর্ত অর্থায়নে পরিচালিত হয় ক্যাম্পেইনটি। সকালে ক্যাম্পেইনের প্রথম পর্যায়ে পশ্চিম পাড়া মৃধা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে রক্ত পরীক্ষা করা হয়। দুপুরে মধ্য পাড়ায় এবং বিকালে পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে রক্ত গ্রুপিং করা হয়। বিপুল উৎসাহে নরনারী আবাল বৃদ্ধা বণিতা ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।গ্রুপের সেচ্ছ্বাসেবকদের নিবিড় তত্তাবধানে ৪ শতাধিক রক্তের গ্রুপ টেস্ট করা হয়। এলাকা বাসীর বিপুল উৎসাহ ও উদ্দিপনায় দেখে সংগঠনটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আগামী ডিসেম্বরে ডায়াবেটিস টেস্ট ক্যাম্পেইন পরিচালনার করার আশাবাদ ব্যক্ত করে । গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা বলেন, “আমাদের গ্রাম পড়াইখালী” ফেসবুক গ্রুপের মত অনান্য গ্রামেও স্বাস্থ্য রক্ষামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হলে আরো বেশি মানুষকে রক্ত দিতে উৎসাহিত করা যাবে। এতে বেচে যেতে পারে হাজারো মানুষের প্রান।

Leave A Reply

Your email address will not be published.

Title