সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে ইয়েলো ৮ উপজেলা, গ্রিন জোনে ৪ উপজেলা

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:৫৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০ ১১ বার পড়া হয়েছে
মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের আটটি উপজেলা ইয়েলো ও চারটি উপজেলাকে গ্রিন জোনে বিভক্ত করা হয়েছে। ইয়েলো জোনের মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর, মির্জাপুর, মধুপুর, ধনবাড়ি, গোপালপুর, সখিপুর, নাগরপুর ও কালিহাতী। গ্রিন জোনের মধ্যে রয়েছে ঘাটাইল, ভূঞাপুর, বাসাইল ও দেলদুয়ার।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলায় আক্রান্তের হার বিবেচনা করে ১২টি উপজেলার মধ্যে আটটি উপজেলাকে ইয়েলো জোন ও চারটি উপজেলাকে গ্রিন জোনে বিভক্ত করা হয়েছে। ইয়েলো জোনের এলাকাগুলো গুরুত্বসহকারে নিয়ে স্বাস্থ্যবিধি বজায় রাখতে অধিক তৎপরতা চালানো হবে। এছাড়াও গ্রিন জোনে বিভক্ত হওয়া এলাকাগুলোতেও তৎপরতা অব্যাহত থাকবে।