প্রাইমটিভি বাংলা(অনলাইন)ঃ
তথ্যপ্রযুক্তির ভালো দিক গুলো ব্যবহার করবে আর খারাপ দিক গুলো এড়িয়ে চলবে,মোবাইল ইন্টারনেটে সারাক্ষণ ডুবে থাকবেনা শিক্ষার্থীদের এমন উপদেশ দিয়েছেন সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।বৃহস্পতিবার ইস্পাহানি উচ্চবিদ্যালয় এর বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের এসব কথা বলেন। তিনি আরো বলেন সারা দিন ইন্টারনেটে ডুবে থাকা এবং মোবাইল নিয়ে পড়ে থাকা মাদকের চেয়ে ভয়াবহ।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি সফিউল আজম বারকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মইনুল ইসলাম, যুবলীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম, আলহাজ্ব সোলাইমান জামান, কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের সভাপতি মনির হোসেন, স্কুলের প্রধান শিক্ষক তাপস পাল সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।