দক্ষিণ সুনামগঞ্জের টাইলা সার্বজনীন হরিসংঘের উদ্যোগে তিনদিনব্যাপী হরিনাম সংকীর্ত্তণ উৎসব শুরু

সুনামগঞ্জের দক্ষিন সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগঁও ইউনিয়নের টাইলা সার্বজনীন
হরিসংঘের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনদিনব্যাপী হরিনাম সংকীর্ত্তণ উৎসব
শুরু হয়েছে।
আজ সোমবার সকাল থেকে টাইলা হরিতলা মাঠে এ উৎসবে শুরু হয়েছে এবং তা শেষ হবে
আগামী ২৪ মার্চ সকালে। এতে ৪টি ধর্মীয় সংঘ হরিনাম উৎসবে অংশগ্রহন করেন। এতে
আশপাশ গ্রামের হাজারো নারীপূরুষ ভক্তবৃন্দের উপস্থিতিতে হরিতলা প্রাঙ্গণ কানায় কানায় ভরে
যায়। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাইলা সার্বজনীন হরিসংঘের সভাপতি গোনেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক
ডা. বাদল চন্দ্র দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু,
বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অশোক তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন,টাইলা গ্রামের প্রবীন মুরুব্বী ও ব্যবসায় সুভাষ চন্দ্র দাস, সাবেক
ইউপি সদস্য গোপেশ চন্দ্র দাস,সুধীর চন্দ্র দাস,বেনু কান্ত দাস,বীর মুক্তিযোদ্ধা করুনা দাস,
আসন্ন পশ্চিম বীরগাঁও  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন
প্রত্যাশী এড. দেবাংশু শেখর দাস, শ্যামা রানী দাস,যুবলীগ নেতা সিতেন্দ্র কুমার দাস, প্রমুখ।
আসন্ন পশ্চিম বীরগাঁও ইউ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী
এড. দেবাংশু শেখর দাস টাইলা হরিসংঘের অনুষ্ঠানে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ আর্থিক
অনুদান প্রদান করেন।

কে এম শহীদুল
সুনামগঞ্জ প্রতিনিধি

Leave A Reply

Your email address will not be published.

Title