দেশে করোনা পরিস্থিতির কারণে জাতীয় সংসদের অধিবেশন স্থগিত

নিজস্ব প্রতিবেদক :  দেশে করোনা পরিস্থিতির কারণে মুজিববর্ষ উপলক্ষে রবিবার (২২ মার্চ) ও সোমবার (২৩ মার্চ) দুই দিনব্যাপী জাতীয় সংসদের যে বিশেষ অধিবেশন বসার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) কর্মকর্তা জানান, অধিবেশন শুরুর আগে সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী, স্পিকার ও সংসদ সদস্যদের ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ছিল থাকলেও করোনা ভাইরাসের কারণে সেটা স্থগিত করা হয়েছে।

একই কারণে গত ১৯ মার্চের শিশুমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও ২৪ মার্চের সংসদ সদস্যদের সাইকেল শোভাযাত্রার কর্মসূচিও স্থগিত করা হয়।

এর আগে বিরোধী দল বিএনপির পক্ষ থেকে সংসদের অধিবেশন স্থগিত করে করোনাভাইরাস মোকাবেলাকে আরো গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.

Title