সোহেল রানা : নারায়ণগঞ্জের সদর উপজেলা সিদ্ধিরগঞ্জে গলা কেটে একই পরিবারের তিনজনকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা । সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা এলাকার আনোয়ারের বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের জোনাকি ফিলিং স্টেশনের কর্মচারী সুমনের স্ত্রী নাসরিন (২৮), নুসরাত (৬), খাদিজা (২)। জোনাকি ফিলিং স্টেশনের কর্মচারী সুমন রাতে ডিউটি শেষে সকাল ১০ টায় বাসায় আসে এঘটনাটি দেখে প্রতিবেশীদেরকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশগুলো ঘিরে রেখে সিআইডির ফরেনসিক ইউনিক এর অপেক্ষায় রয়েছে।
ঘটনাস্থলে এখন পর্যন্ত পুলিশ কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আজিজুর হক।