ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজ ছেলেকে ফিরে পেতে ব্যকুল বিধবা মা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ ১৮ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের বিধবা লিলি বেওয়া তার একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় হয়ে গেছেন। গত এক মাস ধরে নিখোঁজ হয় ছেলে রুবেল হোসেন (২৮) । তাকে ফিরে পেতে ব্যকুল হয়ে পরেছেন বিধমা মা। নিখোঁজ রুবেল রাণীনগর উপজেলার কাশিমপুর সানা পাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে ।
মা লিলি বেওয়া জানান, ছেলে রুবেল দিন মজুরের কাজ করতো। গত ৩/৪ বছর আগে হঠাৎ করেই তার মাথার সমস্যা দেখা দেয়। বিয়ে করলেও ব্রেইনের সমস্যার কারনে আগের মতো কাজ কর্ম করতে পারতো না। ফলে ছেলের বউটাও সংসার ছেরে চলে গেছে। লিলি বেওয়ার সংসারে এক ছেলে এক মেয়ে । হঠাৎ করেই গত এক মাস আগে সকালে ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলেই বাড়ী থেকে বের হয়ে যায় । এর পর আর ফিরে আসেনি। তার পড়নে ছিল জিন্স প্যান্ট,কচুপাতা রঙ্গের শার্ট । অনেক খোজা-খুজি করেও তার ছেলের সন্ধান করতে পারেননি। তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা চেয়েছেন মা লিলি বেওয়া । যদি কেউ রুবেলের সন্ধান পান তাহলে ০১৭০৪ ৮৫১৫১৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি ।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিখোঁজ ছেলেকে ফিরে পেতে ব্যকুল বিধবা মা

আপডেট সময় : ০১:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের বিধবা লিলি বেওয়া তার একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় হয়ে গেছেন। গত এক মাস ধরে নিখোঁজ হয় ছেলে রুবেল হোসেন (২৮) । তাকে ফিরে পেতে ব্যকুল হয়ে পরেছেন বিধমা মা। নিখোঁজ রুবেল রাণীনগর উপজেলার কাশিমপুর সানা পাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে ।
মা লিলি বেওয়া জানান, ছেলে রুবেল দিন মজুরের কাজ করতো। গত ৩/৪ বছর আগে হঠাৎ করেই তার মাথার সমস্যা দেখা দেয়। বিয়ে করলেও ব্রেইনের সমস্যার কারনে আগের মতো কাজ কর্ম করতে পারতো না। ফলে ছেলের বউটাও সংসার ছেরে চলে গেছে। লিলি বেওয়ার সংসারে এক ছেলে এক মেয়ে । হঠাৎ করেই গত এক মাস আগে সকালে ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলেই বাড়ী থেকে বের হয়ে যায় । এর পর আর ফিরে আসেনি। তার পড়নে ছিল জিন্স প্যান্ট,কচুপাতা রঙ্গের শার্ট । অনেক খোজা-খুজি করেও তার ছেলের সন্ধান করতে পারেননি। তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা চেয়েছেন মা লিলি বেওয়া । যদি কেউ রুবেলের সন্ধান পান তাহলে ০১৭০৪ ৮৫১৫১৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি ।