ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনসিপির উদ্দেশ্যে আবুল কাউছার আশা “রাজনীতিতে শিষ্টাচার থাকাটা জরুরী” আদর্শে আঘাত সহ্য করবে না বিএনপির নেতাকর্মী ৫৪ কোটির সংস্কার, সেই নারায়ণগঞ্জ বন্দর সড়কই মৃত্যুফাঁদ! হলফনামায় মিথ্যা তথ্য: শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না ইসি ঢাকার বাজারে সবজির দাম চড়া, কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি মুন্সীগঞ্জে এনসিপির পথসভায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান ইন্টারনেট বন্ধ : তদন্তে মিলেছে রাষ্ট্রীয় পরিকল্পনার প্রমাণ গোপালগঞ্জ সদর উপজেলায় সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সীর মৃত্যু গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৫৮ হাজার ৬৭৭ ফিলিস্তিনি নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদ

প্লট বিক্রির নামে প্রতারণা, পরিচালকের শাস্তি চান ভুক্তভোগীরা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সাঁতারকুল এলাকায় প্লট বিক্রির নামে প্রতারণার অভিযোগে দারুল মাকান হাউজিংয়ের পরিচালক শাহজাহান মাস্টারের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

শনিবার (৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, ২০০০ সালে সাতারকুলে এই প্রজেক্ট শুরু করেন শাহজাহান মাস্টার। জায়গাটি প্লট আকারে তৈরির পর বিজ্ঞাপন দেওয়া হয়। লোকজন তাদের কথায় আশ্বস্ত হয়ে প্লটে বুকিং দেওয়া শুরু করেন। কিন্তু শুরু থেকে বুকিংয়ের ক্ষেত্রে প্রতারণা শুরু করেন তিনি।

তিনি আরও বলেন, গত ১০ বছরে অন্তত ৫ শতাধিক লোকজন প্লট বুকিং দিলেও তিনি সঠিকভাবে প্লট বুঝিয়ে দিতে পারেননি। তাদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। লোকজন সাতারকুলে প্লট বুকিং দিলেও তারা কেরানীগঞ্জ কিংবা মোহাম্মদপুর বসিলা থেকেও দূরে প্লট দেওয়ার কথা বলেছে।

আরেক ভুক্তভোগী সালাউদ্দিন বলেন, সাধারণ মানুষ সহজেই তাদের কথায় বিশ্বাস করেছিলেন। কিন্তু তিনি সেই বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। মানুষের তিল তিল করে জমানো সঞ্চয় তিনি লুটপাট করেছেন।

তিনি মলেন, বর্তমানে প্রতারণার মামলায় শাহজাহান মাস্টার জেল হাজতে রয়েছেন। তিনি বের হলে বিদেশে চলে যেতে পারেন। তাই তিনি যেন বের হতে না পারেন এবং বুকিং দেওয়া প্লট যেন ভুক্তভোগীরা পায়, তার ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

প্লট বিক্রির নামে প্রতারণা, পরিচালকের শাস্তি চান ভুক্তভোগীরা

আপডেট সময় : ০৬:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সাঁতারকুল এলাকায় প্লট বিক্রির নামে প্রতারণার অভিযোগে দারুল মাকান হাউজিংয়ের পরিচালক শাহজাহান মাস্টারের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

শনিবার (৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, ২০০০ সালে সাতারকুলে এই প্রজেক্ট শুরু করেন শাহজাহান মাস্টার। জায়গাটি প্লট আকারে তৈরির পর বিজ্ঞাপন দেওয়া হয়। লোকজন তাদের কথায় আশ্বস্ত হয়ে প্লটে বুকিং দেওয়া শুরু করেন। কিন্তু শুরু থেকে বুকিংয়ের ক্ষেত্রে প্রতারণা শুরু করেন তিনি।

তিনি আরও বলেন, গত ১০ বছরে অন্তত ৫ শতাধিক লোকজন প্লট বুকিং দিলেও তিনি সঠিকভাবে প্লট বুঝিয়ে দিতে পারেননি। তাদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। লোকজন সাতারকুলে প্লট বুকিং দিলেও তারা কেরানীগঞ্জ কিংবা মোহাম্মদপুর বসিলা থেকেও দূরে প্লট দেওয়ার কথা বলেছে।

আরেক ভুক্তভোগী সালাউদ্দিন বলেন, সাধারণ মানুষ সহজেই তাদের কথায় বিশ্বাস করেছিলেন। কিন্তু তিনি সেই বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। মানুষের তিল তিল করে জমানো সঞ্চয় তিনি লুটপাট করেছেন।

তিনি মলেন, বর্তমানে প্রতারণার মামলায় শাহজাহান মাস্টার জেল হাজতে রয়েছেন। তিনি বের হলে বিদেশে চলে যেতে পারেন। তাই তিনি যেন বের হতে না পারেন এবং বুকিং দেওয়া প্লট যেন ভুক্তভোগীরা পায়, তার ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।