বই মেলায় এসেছে ৯৫টি নতুন বই

অমর একুশে গ্রন্থমেলায় আজ নতুন বই এসেছে মোট ৯৫টি। এর মধ্যে গল্প ১১টি,উপন্যাস ১৭টি,প্রবন্ধ ৮টি,কবিতা ২৪টি,শিশু সাহিত্য ৪টি,জীবনী ৭টি,মুক্তিযুদ্ধ বিষয়ক ১ টি,বিজ্ঞান বিষয়ক ২টি,ভ্রমণ ৩টি,ইতিহাস ৪টি,রাজনীতি ১টি,বঙ্গবন্ধু বিষয়ক ১টি,রম্য/ধাঁধা ১টি,ধর্মীয় ১ টি,অনুবাদ ১টি,সায়েন্স ফিকশন ৪টি,ও অন্যান্য ৫টি।
বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।আজ বৃহস্পতিবার অমর একুশে গ্রন্থমেলার ৫ম দিন। মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

অমর একুশে গ্রন্থমেলার ৫ম দিনে বিকেল ৪ টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় নূহ-উল-আলম লেনিন রচিত ‘রাজনীতিতে হাতেখড়ি ও কলকাতায় শেখ মুজিব’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মোহীত উল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ হাসান ইমাম।

Leave A Reply

Your email address will not be published.

Title