ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু আপডেট বাংলাদেশ: একদিনে ৩১৭ জন আক্রান্ত, নেই নতুন মৃত্যু যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক: বাণিজ্য ও ভূরাজনীতি, গণতন্ত্র নয় চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পথসভা: সীমান্ত আগ্রাসন মেনে নেওয়া হবে না বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: দ্বিতীয় ওয়ানডেতে জয়, শান্ত’র চোটে দুশ্চিন্তা ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ যুক্তরাষ্ট্রে ঘোষণা বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূল হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আজকের আবহাওয়ার খবর: ঢাকায় মেঘলা আকাশ ও বৃষ্টি সম্ভাবনা | ৫ জুলাই ২০২৫ গাজায় ইসরায়েলি হামলায় ১৩৮ নিহত, আহত ৬২৫ চুয়াডাঙ্গা ট্রেন লাইনচ্যুত: জীবননগরে মালবাহী ট্রেন দুর্ঘটনায় খুলনার রেল যোগাযোগ বন্ধ হিমাচল প্রদেশ বন্যা: ভারী বর্ষণ ও ভূমিধসে ৬৩ জনের মৃত্যু

ভাঙ্গার হত্যা মামলার পলাতক আসামী আসলাম যশোর থেকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০ ১৩ বার পড়া হয়েছে

ফরিদপুর :: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শহীদ শেখ (৪৮) হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আসলাম ফকিরকে যশোর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার সকাল ৬টার দিকে যশোরের চৌগাছা উপজেলার কলেজপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে র‌্যাব-৮ এর একটি দল তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাকে ফরিদপুর ক্যাম্পে নিয়ে আসা হয়। আসলাম ফকির ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত শুকুর ফকিরের ছেলে।

র‌্যাব-৮ সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক দেবাশীষ কর্মকার সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি হত্যা মামলার পলাতক আসামি হিসেবে আসলাম ফকিরকে যশোরের চৌগাছা থানার কলেজপাড়া থেকে আজ সকালে গ্রেপ্তার করার পর তাকে ভাঙ্গা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, গত ২২ এপ্রিল আসলাম ফকিরের বিরুদ্ধে ভাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে শহীদ শেখ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের হয় (থানার মামলা নং-২০ তারিখ-২২/০৪/২০২০ইং, ধারা-১৪৩/৩২৩/৩০২/৪৪৭/ ৪৪৮/৪২৭/১১৪/৩৪)। ওই মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, গত ২২ এপ্রিলের পর থেকে আসলাম ফকির কমপক্ষে পাঁচবার স্থান বদল করে। মে মাসের মাঝামাঝি সময়ে নিজেকে একজন প্রবাসী পরিচয় দিয়ে চৌগাছার কলেজপাড়ার ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে উঠেন তিনি। আসলাম ফকির অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে চেয়েছিলেন। তার আগেই র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রসঙ্গত, ২০০৩ সালের ২৫ সেপ্টেম্বর ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের চেয়ারম্যান একেএম সাহেদ আলী ওরফে সাহেব মিয়া হত্যা মামলায় আসলাম ফকির ও অপর দুই আসামি তারা মৃধা ও ইমারত আলীকে মৃত্যুদণ্ড প্রদান করে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালত। আসামিদের আপিলে হাইকোর্টে এ রায় বহাল রাখে।

২০১৪ সালের ১৩ নভেম্বর আসলাম ফকিরের ফাঁসি কার্যকরের দিন ধার্য হয়। জেলা ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জনসহ সকলকে চিঠি দিয়ে প্রস্তুতও থাকতে বলা হয়েছিল। কিন্তু ফাঁসির একদিন আগে অস্বাভাবিক আচরণের কারণে তার ফাঁসি স্থগিত হয়ে যায়। ওইদিন দ্বিতীয় দফায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন তিনি। সাধারণ ক্ষমায় তার ফাঁসি মওকুফ করে ১৪ বছরের সাজা দেয়া হয়। কারাগারে সদাচরণের কারণে সাজা কমিয়ে ১৩ বছর দুইদিন কারাভোগের পর ২০১৭ সালের ২৫ আগস্ট গাজীপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান আসলাম ফকির।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি নিজ এলাকায় এসে আবারও স্থানীয় আওয়ামীলীগের রাজনীতির মাঠে সক্রিয় হন। এরপর আবার তার হুকুমে আওয়ামীলীগের প্রতিপক্ষের সাথে সংঘর্ষে তার মদদে আরও একটি হত্যাকাণ্ড সংগঠিত হয় বলে অভিযোগ উঠে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাঙ্গার হত্যা মামলার পলাতক আসামী আসলাম যশোর থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০

ফরিদপুর :: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শহীদ শেখ (৪৮) হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আসলাম ফকিরকে যশোর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার সকাল ৬টার দিকে যশোরের চৌগাছা উপজেলার কলেজপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে র‌্যাব-৮ এর একটি দল তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাকে ফরিদপুর ক্যাম্পে নিয়ে আসা হয়। আসলাম ফকির ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত শুকুর ফকিরের ছেলে।

র‌্যাব-৮ সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক দেবাশীষ কর্মকার সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি হত্যা মামলার পলাতক আসামি হিসেবে আসলাম ফকিরকে যশোরের চৌগাছা থানার কলেজপাড়া থেকে আজ সকালে গ্রেপ্তার করার পর তাকে ভাঙ্গা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, গত ২২ এপ্রিল আসলাম ফকিরের বিরুদ্ধে ভাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে শহীদ শেখ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের হয় (থানার মামলা নং-২০ তারিখ-২২/০৪/২০২০ইং, ধারা-১৪৩/৩২৩/৩০২/৪৪৭/ ৪৪৮/৪২৭/১১৪/৩৪)। ওই মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, গত ২২ এপ্রিলের পর থেকে আসলাম ফকির কমপক্ষে পাঁচবার স্থান বদল করে। মে মাসের মাঝামাঝি সময়ে নিজেকে একজন প্রবাসী পরিচয় দিয়ে চৌগাছার কলেজপাড়ার ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে উঠেন তিনি। আসলাম ফকির অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে চেয়েছিলেন। তার আগেই র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রসঙ্গত, ২০০৩ সালের ২৫ সেপ্টেম্বর ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের চেয়ারম্যান একেএম সাহেদ আলী ওরফে সাহেব মিয়া হত্যা মামলায় আসলাম ফকির ও অপর দুই আসামি তারা মৃধা ও ইমারত আলীকে মৃত্যুদণ্ড প্রদান করে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালত। আসামিদের আপিলে হাইকোর্টে এ রায় বহাল রাখে।

২০১৪ সালের ১৩ নভেম্বর আসলাম ফকিরের ফাঁসি কার্যকরের দিন ধার্য হয়। জেলা ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জনসহ সকলকে চিঠি দিয়ে প্রস্তুতও থাকতে বলা হয়েছিল। কিন্তু ফাঁসির একদিন আগে অস্বাভাবিক আচরণের কারণে তার ফাঁসি স্থগিত হয়ে যায়। ওইদিন দ্বিতীয় দফায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন তিনি। সাধারণ ক্ষমায় তার ফাঁসি মওকুফ করে ১৪ বছরের সাজা দেয়া হয়। কারাগারে সদাচরণের কারণে সাজা কমিয়ে ১৩ বছর দুইদিন কারাভোগের পর ২০১৭ সালের ২৫ আগস্ট গাজীপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান আসলাম ফকির।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি নিজ এলাকায় এসে আবারও স্থানীয় আওয়ামীলীগের রাজনীতির মাঠে সক্রিয় হন। এরপর আবার তার হুকুমে আওয়ামীলীগের প্রতিপক্ষের সাথে সংঘর্ষে তার মদদে আরও একটি হত্যাকাণ্ড সংগঠিত হয় বলে অভিযোগ উঠে।