ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মদনপুর-মদনগঞ্জ সড়ক যেন মরন ফাঁদ কিশোরগঞ্জে সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে সোচ্চার সকল বক্তা দুর্নীতির দায়ে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এমডি অপসারণ এনসিপিসহ কোনো দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি – ইসি ব্যবসায়ী সোহাগ হ/ত্যা/র অন্যতম আসামী নারায়ণগঞ্জ বন্দর থেকে গ্রেপ্তার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী সৌদি আরব পুতিন সবাইকে ধোঁকা দিয়েছেন, কিন্তু আমাকে পারেননি : ট্রাম্প ময়মনসিংহে ২ শিশুসহ মাকে গলা কেটে হ‍ত‍্যা রাজশাহী-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী “ক্লিন ইমেজে”র প্রার্থী নুরুজ্জামান খাঁন মানিক। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে ৫০% শুল্ক: পোশাকসহ রপ্তানি খাত পড়ছে চাপে

ভারতে তৃতীয় মেয়াদে বাড়ানো হলো ‘লকডাউন’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০ ৯ বার পড়া হয়েছে

মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে তৃতীয় মেয়াদে লকডাউন বাড়ানো হলো ভারতে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় লকডাউনের মেয়াদ ১৪ দিন বাড়িয়ে ১৭ মে পর্যন্ত ঘোষণা করেছে। তবে এবার কিছু সংশোধন এনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ভাইরাস সংক্রমিত এলাকাগুলোকে রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে ভাগ করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা। সেখানে করোনাভাইরাসের পরিস্থিতি ও লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা করেন।

বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হলো-

যেসব একালায় কেউ ভাইরাসে সংক্রমিত হয়নি কিংবা গত ২১ দিনে নতুন করে কারো দেহে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি সেসব এলাকাকে গ্রিন জোন হিসেবে গণ্য করা হবে।

যেসব একালায় সংক্রমিত রোগীর সংখ্যা বেশি। প্রতিদিন আশঙ্কাজনক হারে করোনা পজিটিভ মানুষ পাওয়া যাচ্ছে সেসব এলাকাকে রেড জোন ধরা হয়েছে। এই গ্রিন ও রেড জোনের বাইরে যে এলাকাগুলো আছে সেগুলোকে অরেঞ্জ জোন হিসেবে বিবেচনা করা হবে।

এসব এলাকার সব তথ্য রাজ্য সরকারের কাছে থাকবে। সরকার চাইলেই রেড ও অরেঞ্জ জোনের সংখ্যা বাড়াতে পারবে। কিন্তু কেন্দ্র সরকার কর্তৃক দেয়া জোনের তালিকা থেকে কোনো রেড বা অরেঞ্জ জোনের নাম ছাঁটাই করতে পারবে না।

গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কম সংক্রমিত শহর ও শহরাঞ্চলের বাইরে বিভিন্ন বাজারের দোকানও খোলার অনুমতি দিয়েছিল।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কেট ও অন্যান্য সুপার শপ বন্ধ থাকবে। যেসব দোকান খলার অনুমতি পেয়েছে সেখানে ৫০ শতাংশের বেশি কর্মী বাড়ানো যাবে না। এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সঙ্গে নিয়ে দোকানে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে হবে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে তৃতীয় মেয়াদে বাড়ানো হলো ‘লকডাউন’

আপডেট সময় : ০৮:২১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০

মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে তৃতীয় মেয়াদে লকডাউন বাড়ানো হলো ভারতে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় লকডাউনের মেয়াদ ১৪ দিন বাড়িয়ে ১৭ মে পর্যন্ত ঘোষণা করেছে। তবে এবার কিছু সংশোধন এনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ভাইরাস সংক্রমিত এলাকাগুলোকে রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে ভাগ করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা। সেখানে করোনাভাইরাসের পরিস্থিতি ও লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা করেন।

বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হলো-

যেসব একালায় কেউ ভাইরাসে সংক্রমিত হয়নি কিংবা গত ২১ দিনে নতুন করে কারো দেহে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি সেসব এলাকাকে গ্রিন জোন হিসেবে গণ্য করা হবে।

যেসব একালায় সংক্রমিত রোগীর সংখ্যা বেশি। প্রতিদিন আশঙ্কাজনক হারে করোনা পজিটিভ মানুষ পাওয়া যাচ্ছে সেসব এলাকাকে রেড জোন ধরা হয়েছে। এই গ্রিন ও রেড জোনের বাইরে যে এলাকাগুলো আছে সেগুলোকে অরেঞ্জ জোন হিসেবে বিবেচনা করা হবে।

এসব এলাকার সব তথ্য রাজ্য সরকারের কাছে থাকবে। সরকার চাইলেই রেড ও অরেঞ্জ জোনের সংখ্যা বাড়াতে পারবে। কিন্তু কেন্দ্র সরকার কর্তৃক দেয়া জোনের তালিকা থেকে কোনো রেড বা অরেঞ্জ জোনের নাম ছাঁটাই করতে পারবে না।

গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কম সংক্রমিত শহর ও শহরাঞ্চলের বাইরে বিভিন্ন বাজারের দোকানও খোলার অনুমতি দিয়েছিল।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কেট ও অন্যান্য সুপার শপ বন্ধ থাকবে। যেসব দোকান খলার অনুমতি পেয়েছে সেখানে ৫০ শতাংশের বেশি কর্মী বাড়ানো যাবে না। এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সঙ্গে নিয়ে দোকানে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে হবে।