সংবাদ শিরোনাম ::
রাজশাহীর পদ্মা নদী থেকে নিখোঁজের ৩ দিন পর মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৫৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০ ১০ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী চারঘাট পৌর এলকার পদ্মা নদীতে নিখোঁজের ৩ দিন পর সাহরিয়ার কবির বাপ্পী (১৮) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে ।সে উপজেলার চকমুক্তারপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। নিখোঁজ ওই যুবক গত বৃহস্পতিবার গভীররাতে চকমুক্তারপুর গ্রামের মৃত তাহাজ উদ্দিনের ছেলে মন্টুর সাথে নদী পথে ভারতে মাদক ক্রয় করতে গিয়েছিল। কিন্ত ওই রাতে বাপ্পী বাড়ি ফিরে আসেনি। তবে মন্টু নিজ গ্রামে আসার পর থেকে পলাতক আছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে সন্দেহের বাসা বেধেঁছে। অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, নিহতের পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।