রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান ২০২০ পরীক্ষায় এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৭৪ জন শিক্ষার্থী। বরাবরের মতো এবারও ছাত্রীরা এগিয়ে আছে।

আজ রোববার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফলে এমনটা জানা গেছে।

রাজশাহী ২৬০টি কেন্দ্রে ২ হাজার ৬৫২টি স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ২ লাখ ১ হাজার ২২৯জন। ছাত্রীদের পাশের হার ৯১ দশমিক ৪৫ এবং ছাত্রদের পাশের হার ৮৯ দশমিক ৩৭ শতাংশ। পাশের হারের মতো জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও ছাত্রীরা এগিয়ে আছে। মোট ২৬ হাজার ১৬৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১৩ হাজার ৬২১ জন ছাত্রী ও ১২হাজার ৫৪৬ জন ছাত্র।

এবার ১ হাজার ৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। পরীক্ষায় অসদুপায় গ্রহণ করায় ১৮ জন শিক্ষার্থী বহিস্কৃত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title