র্যাবের হাতে কেরানীগঞ্জে বিদেশি পিস্তলসহ এক যুবক আটক

- আপডেট সময় : ০১:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারি ২০২০ ১৩ বার পড়া হয়েছে
প্রাইমটিভি বাংলা (অনলাইন) ঃ
কেরানীগঞ্জে বিদেশি পিস্তলসহ এক যুবক আটক করেছে র্যাব-১০।সোমবার ২৭ জানুয়ারী সকাল ১১টায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানার শুভাঢ্যা পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম মোঃইমরান হোসেন টেনু (৩৫)।
এসময় টেনুর কাছ থেকে ০১টি বিদেশী পিস্তল , ০১টি ম্যাগাজিন,০৪ রাউন্ড গুলি, নগদ ১,৪৪,০০০/- টাকা এবং ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১০ সিপিসি-২ এর ডিএডি বদিউল আলম এ তথ্য নিশ্চিত করে জানান,কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে,২৭ জানুয়ারী সকাল ১১টায় ঢাকা জেলা দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় হইতে অভিযান পরিচালনা করিয়া চাদাঁবাজ ও মাদক কারবারী মোঃ ইমরান হোসেন টেনু কে আটক করা হয়।টেনুর পিতা- মোঃ হাবিবুল্লাহ, সে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার শুভাঢ্যা পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।