সংবাদ শিরোনাম ::
শেরপুরে পুলিশ সুপারসহ নতুন করোনা শনাক্ত দুইজন

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৬:৩৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
- / 57
শেরপুর প্রতিনিধি: শেরপুরের পুলিশ সুপারসহ নতুন করে আরও দুইজন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৩২৮জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৯জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন চারজন। শুক্রবার রাতে জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন করে শনাক্তদের মধ্যে পুলিশ সুপার কাজী আশরাফুর আজীমের বিগত কয়েকদিন থেকে করোনার লক্ষণ দেখা যায়। পরে নমুনা দেওয়ার পর আজ করোনা পজেটিভ আসে। এছাড়া আরেকজন সদরের তেরাবাজার মহল্লার গৃহিনী। শনাক্তদের দুজনকেই হোম আইসোলেশনে রাখা হয়েছে।