সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি জানালেন জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (১৭ মে) এক বিবৃতিতে দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে আটক ও হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি।

বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘মন্ত্রণালয়ের অভ্যন্তরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তার সাথে যে আচরণ করা হয়েছে তা লজ্জাজনক।’

এছাড়া অসুস্থ সাংবাদিক রোজিনা ইসলামের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, ‘স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’

Leave A Reply

Your email address will not be published.

Title