হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে পাহাড়ি ঢলে ভেঙ্গে গেছে বাড়ি-ঘর, যোগাযোগ ব্যবস্থা বন্ধ

শেখ শাহাউর রহমান বেলাল:: টানা বর্ষণে ছড়ায় পহাড়ি ঢল নেমে ভেঙ্গে গেছে হবিগঞ্জে সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন ত্রিপুরা পল্লীর রাস্তা, গাইডওয়াল ও বাড়িঘর। পল্লীর বাসিন্দা ২৪টি পরিবারের একমাত্র রাস্তাটিও পানির তোড়ে ভেসে গেছে। টিলা ধসে ভেঙ্গে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। এ অবস্থায় আতংক আর উৎকণ্ঠা নিয়ে বসবাস করছেন পল্লীর বাসিন্দারা। এদিকে পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট-মাধবপুর আঞ্চলিক মহাসড়ক বন্ধ হয়ে গেছে।

কয়েকদিন ধরে জেলার বিভিন্ন স্থনে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটছে। অতিমাত্রায় বৃষ্টি হচ্ছে পাহাড় টিলা ঘেরা চুনারুঘাট উপজেলায়। প্রবল বর্ষণের কারণে পাহাড়ী ঢল নামে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ছড়াগুলোতে। পানির তোড়ে উদ্যান সংলগ্ন ত্রিপুরা পল্লীতে বসবাসরত ২৪টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা ভেঙ্গে গেছে।

পল্লীতে গাইডওয়াল না থাকায় ইতিমধ্যে পাহাড়ী ঢলে টিলা ধসে পল্লীর বেশ কয়েকটি ঘর ভেঙ্গে গেছে। এ অবস্থায় চরম কষ্টে দিন পার করছেন পল্লীর বাসিন্দারা। কখন ঢল এসে বাড়িঘর ভেঙ্গে দেয় এমন আতংকে কাটছে পল্লীর বাসিন্দাদের রাত।
পাহাড়ি ঢলে সাতছড়ির কয়েকটি টিলা ধ্বসে পড়েছে। এতে হবিগঞ্জের চুনারুঘাট-মাধবপুর মহাসড়ক টি বন্ধ হয়ে গেছে। এছাড়া চুনারুঘাটের আরো কয়েকটি টিলা ধ্বসে পড়েছে।
ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্ত দেববর্মা জানান, চলাচলের একমাত্র রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় যাতায়াত করতে পারছেন না পল্লীর বাসিন্দারা। প্রতিনিয়ত আতংকে কাটে কখন যে ঢল এসে বাড়িঘর ভেঙ্গে নেয়।

গাইড ওয়াল নির্মাণ করলে আপাতত টিলা ধস রোধ করা সম্ভব হবে বলে জানান সাতছড়ি রেঞ্জার কর্মকর্তা মোতালিব হোসেন।

Leave A Reply

Your email address will not be published.

Title