ঐতিহাসিক ৭মার্চ জাতীয় দিবস উপলক্ষে মতলব উত্তরে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ইউএনও স্নেহাশিষ দাশ ৭ মার্চের ভাষণকে বাঙালির রাজনৈতিক সংস্কৃতির এক অনন্য দলিল হিসেবে আখ্যায়িত করেছেন।তিনি বলেছেন, এ ভাষণের আবেদন কোনো দিন শেষ হবে না। এটা অক্ষয় হয়ে থাকবে; যুগ যুগ ধরে শোষিত-বঞ্চিত মানুষকে প্রেরণা ও শক্তি জোগাবে; মাথা উঁচু করে দাঁড়াতে সাহস দেবে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমী আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ।

সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাসুদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রতন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিয়াজি, মতলব উত্তর প্রেসক্লাবেরব সভাপতি বোরহান উদ্দিন ডালিম।

মনিরুল ইসলাম মনির,
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

Leave A Reply

Your email address will not be published.

Title